চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা অবিবাহিত মেয়েদের!

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০১৯ | ৪:০০ অপরাহ্ণ

ভারতের গুজরাটে বানাসকান্থার দান্তিওয়াড়ার ১২টি গ্রামে কোনো অবিবাহিত মেয়ে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বলে নির্দেশ জারি করা হয়েছে। কোনো অবিবাহিত মেয়ে মোবাইল ব্যবহার করলে শাস্তি হিসেবে তার বাবাকে দেড় লাখ রুপি জরিমানা দিতে হবে। ওই এলাকার ঠাকুর সম্প্রদায় সম্প্রতি একটি সভা ডেকে এ নির্দেশ জারি করেছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, থাকোর সম্প্রদায়ের স্থানীয় নেতারা সম্প্রতি এই নিয়মের ঘোষণা দেন।

প্রতিবেদন থেকে জানা গেছে, জালোল নামের একটি গ্রামে এখন থেকে কোনো অবিবাহিত মেয়ে মোবাইল ব্যবহার করলে শাস্তি হিসেবে তার বাবাকে দেড় লাখ টাকা জরিমানা দিতে হবে। এছাড়া বিয়ের সময় ডিজে পার্টি বা অনেক টাকার বাজি পোড়ানো যাবে না। বিয়েতে অতিরিক্ত খরচ বন্ধ করতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে।

থাকোর সম্প্রদায়ের বৈঠকে আরো সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, কোনো মেয়ে পরিবারের অমতে বিয়ে করলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে। কোনো মেয়ে অন্য গোত্রের ছেলে বিয়ে করলে দেড় লাখ ও কোনো ছেলে অন্য গোত্রের মেয়ে বিয়ে করলে দুই লাখ রুপি জরিমানা দিতে হবে।

নিয়মগুলোকে গ্রামের ২৫০০’র মতো লোক তাদের ‘সংবিধান’ হিসেবে মেনে নিয়েছেন।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট