চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

খবরের কাগজভিত্তিক মোবাইল এপ

‘নিউজ ডিব্বা’র যাত্রা শুরু

১০ জুন, ২০১৯ | ৩:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের অন্যতম আইটি স্টার্টআপ চিজকেক টেকনলোজিসের আন্তর্জাতিক খবরভিত্তিক মোবাইল অ্যাপ ‘নিউজ ডিব্বা’ গুগল প্লে স্টোরে প্রকাশিত হয়েছে।  গত ৭ মে  নতুন এ এপটির যাত্রা শুরু হয়। এটি ব্যবহার করা অত্যন্ত সহজ। এর জন্য কোন রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।

এপ থেকে সংবাদ পেতে হলে করণীয় হলো-

ধাপ ১ঃ গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ইন্সটল করতে হবে। লিঙ্কঃ https://bit.ly/2H722Lv

ধাপ ২ঃ ‘News Room’ এ ক্লিক করতে হবে এবং পছন্দের খবরের সুত্র বাছাই করতে হবে যেমন বিবিসি, সিএনএন, বাজফিড ইত্যাদি।

ধাপ ৩ঃ শিরোনাম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ‘See More’ এ ক্লিক করতে হবে।

উল্লেখ্য, নিউজ ডিব্বার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো এটি আপনাকে নতুন কোন ওয়েব পেজে নিয়ে যাবে না এবং খবরগুলো প্রতি ঘণ্টায় স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে।

চিজকেক টেকনোলোজিস বাংলাদেশের একটি লাইসেন্সকৃত সফটওয়্যার ফার্ম যারা দীর্ঘ ৪ বছর ধরে প্রযুক্তি এবং ব্র্যান্ডিং নিয়ে কাজ করেছে। এরই মধ্যে তারা নিজেদের বিভিন্ন প্রোডাক্ট যেমন চিজকেক টেকনোলোজিস ওয়েব সার্ভিসেস, কার্টুন Swat Kats ভিত্তিক গেম শুট ‘এম ডাউন এবং রিয়েল টাইম ওয়েব এপ্লিকেশন নিউজ ডিব্বা বাজারে নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি ২০১৭ সালে বাংলাদেশ স্টার্টআপ এওয়ার্ডসে সেরা টেক স্টার্টআপ (নারী) হিসেবে মনোনীত হয়েছিল। এছাড়াও একই বছরে তারা স্টার্টআপ টার্কির প্রথম ১০০ স্টার্টআপের মধ্যে স্থান পায়।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট