চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দুই মায়ের সাত নবজাতকের জন্ম

অনলাইন ডেস্ক

১৪ জুলাই, ২০১৯ | ৬:০০ অপরাহ্ণ

দুই মায়ের গর্ভে একদিনে সাতটি নবজাতকের জন্ম হয়েছে রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডে ।

গাইনি বিভাগের অধ্যাপক ডা. কানিজ ফাতেমার অধীনে সোমবার দিবাগত রাত ১২টার দিকে প্রসূতি মা সোনিয়া আক্তারের গর্ভে চারটি ও সোমবার বিকেলে অধ্যাপক ডা. রুমানা শেখের অধীনে সুইটি খাতুনের গর্ভে অপর তিন নবজাতক জন্ম গ্রহণ করে। সুইটি খাতুনের গর্ভের নবজাতকরা স্বাভাবিক ও  সোনিয়া আক্তারের গর্ভে জন্ম নেয়া নবজাতকরা সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করে। দুই প্রসূতি মা পোস্ট অপারেটিভ বেডে আছেন।



হাসপাতালটির গাইনি বিভাগ জানায়, সোনিয়া আক্তারের ৪জন নবজাতকের মধ্যে ছেলে শিশু ৩জন ও কন্যাশিশু একজন জন্ম নেয়। সুইটি খাতুনের গর্ভের ৩জন নবজাতকের মধ্যে কন্যা শিশু দুইজন ও ছেলে শিশু একজন।

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের এন্ড হসপিটাল লিমিটেডের এনআইউসিউর মেডিকেল অফিসার ডা. মো সালাউদ্দিন আজ মঙ্গলবার সকাল ৮টায় বলেন, সুইট খাতুনের গর্ভে জন্ম নেয়া চার নবজাতকের মধ্যে প্রথম জনের রক্তশূণ্যতা দেখা দেয়ায় রাতেই রক্ত দেয়া হয়েছে। অন্য তিন জন নবজাতক তুলনামূলক ভাল আছে। কিন্তু সোনিয়া আক্তারের গর্ভে জন্ম নেয়া তিন জন নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। তিন নবজাতকের দুজনকেই ভেন্টিলেশনে রাখা হয়েছে। এছাড়া তাদের ওজনও কম।

 

পূর্বকোণ/তাসফিয়া

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট