চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ

অনলাইন ডেস্ক

১৭ জুলাই, ২০১৯ | ৪:০৯ অপরাহ্ণ

বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ বুধবার। এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার বিভিন্ন অংশ থেকে এই গ্রহণ দেখা যাবে। এই চন্দ্রগ্রহণের দৃশ্য রোবোটিক টেলিস্কোপ সার্ভিস ‘স্লোহ’-এর মাধ্যমে অনলাইনে লাইভও দেখা যাবে।

আজ বুধবার (১৭ জুলাই) পূর্ণিমার চাঁদে পড়বে পৃথিবীর ছায়া। আকাশে মেঘ না থাকলে প্রত্যক্ষ করা যাবে এই গ্রহণ।

১৪৯ বছর আগে শেষ বার গ্রহণ দেখা গিয়েছিল পূর্ণিমার চাঁদে। ১৭ জুলাই রাত ১২টা ১৩ মিনিট নাগাদ গ্রহণ লাগবে চাঁদে। গ্রহণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছবে রাত ৩টার দিকে। ভোর ৪টা ২৯ মিনিটে আংশিক গ্রহণ কেটে যাবে এবং দেখা যাবে উপচ্ছায়া গ্রহণ। হালকা ছায়া থাকবে চাঁদের গায়ে। ৫টা ৪৭ মিনিট নাগাদ শেষ হবে গ্রহণ। প্রায় ৫ ঘন্টা ৩৪ মিনিট চলবে এই চন্দ্রগ্রহণ। এর মধ্যে ২ ঘন্টা ৫৮ মিনিট হবে আংশিক চন্দ্রগ্রহণ।

চন্দ্রগ্রহণে পৃথিবীর কাছাকাছি চাঁদ চলে গেলে তা দেখতে তুলনামূলক বড় হয়। তখন সেই চাঁদকে সুপার মুনও বলা হয়। এমন পরিস্থিতিতে চাঁদের উজ্জ্বলতা তুলনামূলক বেশি মনে হয়। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার তথ্যমতে, চাঁদ নিজের কক্ষপথে আবর্তনের যে পর্যায়ে পৃথিবীর খুব কাছে চলে আসে, তখন সুপার মুন দেখা দেয়। এ সময় পৃথিবী থেকে চাঁদকে ১৪ শতাংশ বড় দেখায়। এর উজ্জ্বলতাও বেড়ে যায় ৩০ শতাংশ পর্যন্ত।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট