চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ভৌতিক অভিজ্ঞতায় সোহম

১৮ জুলাই, ২০১৯ | ১:১৬ পূর্বাহ্ণ

টলিউডের জনপ্রিয় চিত্রনায়ক সোহম চক্রবর্তী। অভিনয় করেছেন ভৌতিক ঘরানার ‘গল্প হলেও সত্যি’ সিনেমাতেও। দীর্ঘ পাঁচ বছর পর আবারো অভিনয় করলেন হরর-কমেডি ঘরানার ‘ভূতচক্র প্রাইভেট লিমিটেড’ নামে একটি সিনেমায়।
ব্যক্তিগত জীবনেও ভূতে বিশ্বাস করেন সোহম। সেই অভিজ্ঞতা জানিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সোহম বলেন, ‘যে বাড়িতে আমার জন্ম, সে বাড়ির সামনের রাস্তায় একদিন এক ছায়ামূর্তি দেখেছিলাম। তারপর একদিন ব্যালকনিতে দুপুরবেলা বসে খাচ্ছি, হঠাৎ দেখি, একটা লম্বা ছায়া! তার কোনো আকার নেই, কিচ্ছু নেই। সেটা ধীরে ধীরে এগিয়ে এসে ঘাড়টা ঘোরাল। ব্যস! আমি দৌড়ে পালিয়ে গিয়েছিলাম, মনে আছে! এগুলো সব ছোটবেলার ঘটনা।’ তিনি আরো বলেন, ‘শুটিং করতে গিয়ে পুরুলিয়ায় ভৌতিক অভিজ্ঞতা হয়েছে। সম্প্রতিও হয়েছে। কিছু দেখিনি, কিন্তু অনুভব করতে পেরেছি। যে ঘরে ছিলাম, সে ঘরের কোত্থাও কিছু নেই! রাতের বেলা অকারণে ধুপ-ধাপ, ধুপ-ধাপ শব্দ হচ্ছিল। দরজা খুলে দেখি, কোথাও কিছু নেই। কেউ নেই। সব ফাঁকা, শুনশান। তাহলে শব্দ করছে কে?

শেয়ার করুন