চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রশংসায় ভাসছে নিরব

১৭ জুলাই, ২০১৯ | ১:১৬ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার ক্ষেত্রে অধিকাংশ সময়ই উৎসব পার্বনে মুক্তি পাওয়া সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা আলোচনায় আসতে দেখা যায় না। অনেক দিন পরেই এর ব্যাতিক্রম ঘটলো সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ সিনেমাটির ক্ষেত্রে। মুক্তির আগেই ছবিটির ট্রেলার ও গান ছবিটির প্রতি দর্শকের আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছিলো।
বিশেষ করে ছবিটিতে পুরান ঢাকার আঞ্চলিক ভাষার ব্যাবহার ও নিরবের লুক আগ্রহী করে দর্শকদের। গেলো ৫ জুলাই সারাদেশে মুক্তি পাওয়া ‘আব্বাস’ দ্বিতীয় সপ্তাহেও বেশ কিছু সিনেমা হলে চলছে। নিরব আব্বাস রূপে হাজির হয়ে দর্শকের মন জয় করতে সক্ষম হয়েছেন। তার বাস্তব প্রমাণ হলো এখন নিরবকে ‘আব্বাস’ নামে ডাকছেন অনেকেই। ‘এই শহরে আব্বাস ২০ বছর ঘুমাই না’ ছবির সংলাপটিও এখন ঘুরছে মানুষের মুখে মুখে। একথা বলার অপেক্ষা রাখে না ছবিটি নিরবের ক্যারিয়ারে নতুন পালক যোগ করলো। ছবিটির সাফল্যে বেশ উচ্ছ্বসিত নিরব। তিনি বলেন, ‘সব সময় নিজেকে নতুন ভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে ভালো লাগে। নতুন কিছু দর্শক গ্রহণ করলে আরও ভালো লাগে। ‘আব্বাস’ ছবিটির সাফল্য আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। প্রচুর ভালোবাসা পেয়েছি ছবিটির জন্য। এখনো পাচ্ছি। আমি মনে করি, ছবিটির সাফল্য আসলে ঢাকাই সিনেমার সাফল্য।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট