চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কুয়েতের একটি মসজিদ (ফাইল ফটো)

কুয়েতে ঈদের জামাতে ইমামতি করবেন বাংলাদেশি খতীবরা

সাদেক রিপন, কুয়েত থেকে

৩ জুন, ২০১৯ | ১১:৩৪ অপরাহ্ণ

কুয়েতে পবিত্র ঈদুল ফিতরের জামাতে ইমামতি করবেন বাংলাদেশি খতীবরা। প্রায় তিন লক্ষ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন দেশটিতে। দেশটির বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে প্রায় ১৮ মসজিদে সাপ্তাহিক জুমা ও দুই ঈদের জামাতের বাংলা খুতবা পড়ার অনুমোদন দিয়েছে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়। সাপ্তাহিক জুমা ও ঈদের নামাজ বাংলা খুতবা পাঠ করেন বাংলাদেশি খতীবরা। কুয়েতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ ৫ টা ৩ মিনিটে অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে যে কয়জন বাংলাদেশি খতীব ইমামতি করবেন তারা হলেন, হাফেজ খুরশীদ আলম, সালেহ আল ফুলাদা মসজিদ, কুয়েত সিটি ওয়াতানিয়ার সামনে, মাওলানা মুশতাকুর রহমান, উমর বিন খাত্তাব (রা) মসজিদ, ফরওয়ানিয়া ৫ নম্বর গাতা, মাওলানা হাবীবুর রহমান, আব্দুল্লাহ বিন আমর মসজিদ, রোমাতিয়া ৪ নম্বর গাতা, হাফেজ মহিউদ্দিন, নাদী ফুরুসিয়া মসজিদ, কাবাদ চেবদী, মাওলানা সাইফুল্লাহ কামাল, উসমান বিন আফফান মসজিদ, আমগারা কেপিসিটি, মাওলানা মাশহুদুর রহমান, নাসের বুদাইন মসজিদ, জাহারা, মাওলারা আব্দুর রব সরদার, সালেহ নামাশ মসজিদ, জাহারা গানাম বাজার, মাওলানা বদরুল ইসলাম, আতিকী মসজিদ, সুলাইবিয়া, মাওলানা আবুল কালাম আজাদ, মারজুক মুতাদ মুতাইরী মসজিদ, জুনুব জাহারা, হাফেজ নুরুল আলম, আমর বিন আস মসজিদ, হাসবিয়া ৩ নম্বর গাতা, ৬ নম্বর রোড় সংলগ্ন , মাওলানা মামুনুর রশীদ, আবু বকর (রা) মসজিদ, হাসাবিয়া ২ নম্বর গাতা, মাওলানা আবু তাহের, বলদিয়া মসজিদ সুলাইবিয়া,হাফেজ রাসেল, নেবরাজ মসজিদ, হাবাবিয়া ৩ নম্বর গাতা, মাওলানা আব্দুল আযীয শাহ আমানত মসজিদ হাসাবিয়া ২ নম্বর গাতা, মুহাম্মদ হাসান আমীর, আল মুরদাস মসজিদ , ফাহাহীল, মুহাম্মদ সামসুদ্দিন, সুলতান আল খালাফ মসজিদ মিন আব্দুল্লাহ, মাওলানা নুরুল ইসলাম, আল ফহাদ মসজিদ, মুরগাব সুক মুবারকিয়া, মাওলানা ইমদাদুল্লাহ, ফাহাদ আল মুজাবেব মসজিদ, ইশবীলেয়া, মুহাম্মদ এনায়েতউল্লাহ, আমহুজ হামদান মসজিদ, কেবদ, মুহাম্মদ ফখরুল ইসলাম,দাহিয়া আল নাঈম মসজিদ জাহারা এলাকা। প্রবাসী বাংলাদেশি মসল্লিরা বিদেশের মাটিতে নিজের মাতৃভাষা বাংলা খুতবা শুনার সুযোগ দেওয়ায় কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন