চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গরিব রোগীদের বিনা ভাড়ায় পরিবহন সেবা দিচ্ছে দোয়েল

১১ জুলাই, ২০১৯ | ১২:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাউজানে বিনা ভাড়ায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে যাতায়াতের সুযোগ পাচ্ছে এলাকার গরীর ও দুঃস্থ রোগীরা। আলহাজ্ব শফিকুল ইসলাম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে সেবামূলক এই কর্মকা-কে সাধুবাদ জানিয়েছে এলাকার নানা শ্রেণী ও পেশার মানুষ। বর্তমানে সেবা মন-মানসিকতা নেই বললে চলে। সপ্তাহের প্রতি শনিবার রাউজানের যে কোনো প্রান্ত থেকে রোগীদের ডাকে সাড়া দিচ্ছে দোয়েল। এলাকার গরিব ও দুঃস্থ রোগীদের জন্য সম্পূর্ণ বিনা ভাড়ায় দিচ্ছে বিভিন্ন হাসপাতালে যাতায়াতের সেবা। দোয়েল এর সেবামূলক কর্মকা- চলছে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। চালক নাসিরকে মুঠোফোনে কল দিলেই তিনি রোগীর ডাকে সাড়া দিয়ে তাকে নির্দিষ্ট হাসপাতালে পৌঁছে দিচ্ছেন।
অসহায় রোগীদের বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধার্থে যানবাহন দোয়েল চালু হওয়ার সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বস্তরের মানুষ প্রশংসায় সিক্ত করছে এই মহতি উদ্যোগের রূপকার আলহাজ্ব সাইফুল ইসলাম রানাকে। জনৈক মঈনুদ্দিন মোস্তফা নামের আরেকজন বলেছেন, অসহায় দরিদ্র রোগীদের কল্যাণে এগিয়ে এসেছেন তরুণ সমাজসেবক আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা ভাই। রোগীদের সেবায় দোয়েল এর যাত্রা সম্পর্কে জানতে এই কার্যক্রমের পৃষ্টপোষক আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা বলেন, অনেকদিন ধরেই স্বাস্থ্যসেবার বিষয়টি নিয়ে কিছু একটা করার পরিকল্পনা থেকেই আমার মরহুম পিতা রাউজান পৌরসভার সাবেক মেয়র এবং রাউজান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম চৌধুরীর নামে আলহাজ্ব শফিকুল ইসলাম চৌধুরী ফাউন্ডেশের সার্বিক ব্যাবস্থাপনায় দোয়েল এর যাত্রা। আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে যাদের পক্ষে প্রত্যন্ত এলাকা থেকে যানবাহন ভাড়া করে হাসপাতালে আসাটা অনেকটা দুরূহ বিষয়। এসব দরিদ্র রোগীদের কথাটা চিন্তা করে ভেবে দেখলাম যদি সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে একটি পরিবহন তাদের হাসপাতালে আসা নেওয়ার কাজে যদি দেওয়া যায় তাহলে এলাকার গরিব ও অসহায় রোগীরা অন্তত পক্ষে অনেকটা উপকৃত হবে। সাইফুল ইসলাম রানা বলেন, এলাকার স্বাস্থ্য সেবার জন্য আমরা আরো বড় পরিসরে কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছে। খুব কাছের কিছু বন্ধুদের সহযোগিতা নিয়ে একটি সংগঠনের মাধ্যমে তিনটি অ্যাম্বুলেন্স ক্রয় করার মধ্য দিয়ে স্বাস্থ্য সেবামূলক আরেকটি কার্যক্রম চালু করতে যাচ্ছি। ইতোমধ্যেই আমরা পরিকল্পনা বাস্তবায়নের পথে অনেকদূর এগিয়ে গেছি। অচিরেই আমাদের এই সেবামূলক কার্যক্রম রোগীদের নামেমাত্র ভাড়ায় চালু হবে।

সাজিদ ইবনে আলম
চট্টগ্রাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট