চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মামলা তুলে নিতে আসামি পক্ষের হুমকি

বান্দরবানে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্কুল শিক্ষিকা

নিজস্ব সংবাদদাতা হ নাইক্ষ্যংছড়ি

১৮ জুলাই, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ

বান্দরবানে শ্লীলতাহানি ও হামলার অভিযোগে হওয়া মামলায় চার্জ গঠন হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার চার্জ গঠনের পর মামলাটি তুলে নিতে আসামিপক্ষ হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসামি পক্ষের অব্যাহত হুমকিতে ওই শিক্ষিকা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় মামলার বাদির পিতা রশিদ আহমদ মেয়ের নিরাপত্তা চেয়ে শিক্ষা মন্ত্রণালয় ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযোগকারীর মেয়ে প্রাইমারি শিক্ষিকা আলমাছ খাতুন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ ছাগলখাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকাকালীন ২০১৮ সালের ৯ আগস্ট ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম শ্লীলতাহানি ও মারধর করে। এই ঘটনায় গত বছর ৩০ আগস্ট বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন স্কুল শিক্ষিকা আলমাছ খাতুন। বাদি পক্ষের আইনজীবী ম্যা মা চিং মারমা জানান, শিক্ষিকার দায়ের করা মামলাটি আদালত সম্প্রতি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১০ ধারায় বিচার কার্যের জন্য চার্জ গঠন করেছেন।
আবেদনকারী আলহাজ রশিদ আহমদ জানান, নুরুল ইসলাম একজন খারাপ চরিত্রের লোক। সে বর্তমানে বেশ কিছু মামলায় এজাহার ও চার্জশিটভুক্ত আসামি। আর কত অভিযোগ হলে এমন বির্তকিত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেইপ প্রশ্ন তোলেন সংশ্লিষ্ট বিভাগের কাছে। সহকারী শিক্ষিকা আলমাছ খাতুন জানান, মামলা রুজুর পর থেকে নুরুল ইসলাম এখনো আদালত থেকে মামলা তুলে নিতে হুমকি এবং বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্থ করার চেষ্টা করছে। পাশপাশি আমার বিরুদ্ধে মানহানিকর অপপ্রচারসহ ভয়ভীতি প্রদর্শন করছে। যার কারণে ভীতি ও নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছি। লোক-লজ্জার ভয়ে চলাফেরায় বাধাসহ নানাবিধ মানহানিকর সমস্যায় ভোগছেন বলে যোগ করেন এই নারী শিক্ষিকা। এদিকে অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক নুরুল ইসলামের নাম্বারে গতকাল বুধবার একাধিকবার চেষ্টা করেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট