চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভায় বক্তারা

বিমান বন্দর সড়ক যানজট মুক্ত রাখুন

১৭ জুলাই, ২০১৯ | ১:৪০ পূর্বাহ্ণ

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম বলেছেন, চট্টগ্রামে সম্প্রতি প্রবল বর্ষণ ও বিমান বন্দর সড়কে এক্সপ্রেস ওয়ে নির্মাণ কর্মকা- পরিচালনা করতে গিয়ে চট্টগ্রাম বিমান বন্দরের একমাত্র সড়কে সীমাহীন যানজটের কারণে বিদেশগামী যাত্রী, ট্যুরিস্ট ও হজ্বযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
রাস্তার দু’পাশে দাড়িয়ে থাকা বন্দরের স্বাভাবিক কার্যক্রমে ব্যবহৃত ট্রাক,লরি ও বন্দরের আশেপাশে গড়ে ওঠা অবৈধ অফ ডক কন্টেইনার ইয়ার্ডগুলো এর জন্য দায়ী বলে মনে করেন স্থানীয় জনসাধারণ। এমনিতেই নগরীতে সম্প্রতি প্রবল বর্ষণে রাস্তা ঘাট চলাচল অযোগ্য হওয়ায় যানবাহন চলাচলের বিঘœা ঘটার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর সড়কটি ভিআইপি রোড় হিসেবে পরিচিত হলেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সঠিক সময়ে হজ্বযাত্রী সহ বিদেশগামী যাত্রীগণ কোন অবস্থাতেই বিমান বন্দরে পৌঁছাতে পারছেন না। তাই বন্দরের আশে পাশে গড়ে ওঠা অবৈধ অফ ডক ইয়ার্ডগুলো বন্দরের বিধি নিষেধ অনুযায়ী বন্দর এলাকা থেকে ২০ কিলোমিটার দুরে স্থানান্তর করে বন্দরের নিয়মতান্ত্রিক পন্য পরিবহনে নিয়োজিত ট্রাক ও লরি গুলোকে সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বন্দর এলাকায় প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিলে তাহলে যানজট কিছুটা হলেও হ্রাস পেত। তিনি অনতিবিলম্বে চট্টগ্রাম পিসি রোড ও আগ্রাবাদ এক্সেস রোড়ের উন্নয়ন কাজ সমাপ্ত করে রিং রোড়ের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান। তিনি গতকাল মঙ্গলবার বিকেল ৩ টায় বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভায় বক্তব্য রাখছিলেন। বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে চট্টগ্রাম আন্দরকিল্লাস্থ রেড় ক্রিসেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব এইচ এম মুজিবুল হক শুক্কুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান লাইলা ইব্রাহিম বানু, ভাইস চেয়ারম্যান হাকিম মুহাম্মদ উল্লাহ্, মুক্তিযোদ্ধা শেখ মোজাফ্ফার আহাম্মদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম, আবদুর রহমান মান্না, সিদ্দিকুল ইসলাম,কে এম নুরুল ইসলাম হুলাইনী, এম গোফরান চৌধুরী, হাছান সিকদার ও রিমন মুহুরী প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট