চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এসিল্যান্ডের অভিযানে সত্যতা: সরকারি পাহাড় খন্ড খন্ড বিক্রি করে চলছে কাটা

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

১৬ জুলাই, ২০১৯ | ৮:৩০ অপরাহ্ণ

কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন সরকারি পাহাড়ি খাস জমি; অথচ ব্যক্তিগতভাবে সরকারি পাহাড় গুলো দখল করে খন্ড খন্ড করে বিক্রি চলছেই। বিক্রির পর সেখানে চলছে প্রকাশ্যে পাহাড় কাটাও। বর্তমানেও থেমে নেই পাহাড় কাটা।

মঙ্গলবার বিকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের নির্দেশে সেখান পরিদর্শনে যান সদর সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার। তিনিও পাহাড় কাটার সত্যতা পান। শাহরিয়ার মুক্তার বলেন, জেলা প্রশাসনের নির্দেশে বাস টার্মিনাল সংলগ্ন দক্ষিণ-পূর্ব লারপাড়াস্থ গমপানির ছড়া এলাকায় অভিযানে যায় মঙ্গলবার বিকালে। সেখানে সরকারি বিশাল পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। খন্ড খন্ডভাবে সরকারি পাহাড় গুলোও বিক্রি করা হচ্ছে। তবে অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি। অভিযানের আগেই তারা পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে পাহাড় গুলো বিক্রির পর কাটা হচ্ছে বলে জানা গেছে স্থানীয়দের মাধ্যমে। তবে এবিষয়ে কার্যকরি ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরকে অবগত করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা কাল (বুধবার) পাহাড় কাটার স্থান পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। সরকারি পাহাড় বিক্রি, ক্রয় ও পাহাড় কাটায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল আমিন বলেন, ইতোমধ্যে আমরা বিভিন্ন জায়গায় পাহাড় কাটার স্থান পরিদর্শন করেছি। অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত সময়ে লারপাড়াস্থ গমপানিরছড়া এলাকায় পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার বলেন, সরকারি পাহাড় বিক্রি ও কাটা কোনভাবেই মেনে নেওয়া যাবে না। সমাজের একশ্রেণির অসাধুরা এসব সরকার বিরোধী কাজ করে যাচ্ছে। এবিষয়ে প্রশাসন খুবই কঠোর। লারপাড়াস্থ সরকারি ওই পাহাড়টিতে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দক্ষিণ-পূর্ব লারপাড়াস্থ গমপানিরছড়া এলাকায় বিশাল সরকারি পাহাড়টি দখলে রয়েছে কামরুল নামে এক ব্যক্তির। কামরুলের বাবা সরকারি এই পাহাড়টি দখলে রেখেছিল। বাবা মারা যাওয়ার পর সরকারি পাহাড়টি খন্ড খন্ডভাবে বিক্রি করে যাচ্ছে কামরুল। এখনো বিক্রি করা হচ্ছে। বিক্রির পর সেখানে চলছে প্রকাশ্যে পাহাড় কাটা। দিনরাত প্রকাশ্যে পাহাড় কাটা হচ্ছে। কোনভাবে থামানো যাচ্ছে পাহাড় কাটা। কেটে নেওয়া হয়েছে অনেক গাছও।

 

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট