চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রামুতে মতবিনিময় সভায় এমপি কমল

পরিকল্পিত উন্নয়নে কক্সবাজার ও রামুকে সাজিয়ে তোলা হবে

নিজস্ব সংবাদদাতা , রামু

১৬ জুলাই, ২০১৯ | ২:১৩ পূর্বাহ্ণ

রামু উপজেলায় উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে কক্সবাজার ও রামুকে সাজিয়ে তোলা হবে। এজন্য মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার উন্নয়নেও শেখ হাসিনার সরকার ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। গত ১৪ জুলাই রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয়ের ‘ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে’ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। রামু উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা মাষ্টার ফরিদ আহমদ। সভায় বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, আওয়ামী লীগ নেতা, রামু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, কাউয়ারখোপ ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হক, জোয়ারিয়ানালা ইউপি’র সাবেক চেয়ারম্যান এমএম নুরুচছাফা, খুনিয়াপালং ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল গণি সওদাগর, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ, ফতেখাঁরকুল ইউপি’র সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, দক্ষিন মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুচ ভুট্টো, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট