চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মাটিরাঙ্গায় ভবন উদ্বোধনকালে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

প্রযুক্তির জ্ঞান আলোকিত করবে ভবিষ্যৎ প্রজন্মকে

নিজস্ব সংবাদদাতা হ খাগড়াছড়ি

১৬ জুলাই, ২০১৯ | ২:১৩ পূর্বাহ্ণ

ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, কলেজের শিক্ষক ম-লীর স্বীয় দায়িত্ব পালনে সকলকে আরো সচেতন হতে হবে। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে মাটিরাঙ্গা কলেজে নবনির্মিত আইসিটি ভবন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, আইসিটি তথা প্রযুক্তি নির্ভর জ্ঞান ভবিষ্যৎ প্রজন্মকে অধিকতর আলোকিত করতে সক্ষম হবে। গতকাল সোমবার মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের আইসিটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির রাখছিলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে আমরা শিক্ষিত জাতি হিসেবে মাথা উচু করে দাঁড়িয়েছি। এ উদ্যোগকে এগিয়ে নিতে হবে, সমাজের প্রতিটি ঘরে এর সুফল পৌঁছে দিতে হবে। মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক নওরোজ নিকোশিয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, পৌর মেয়র মো. শামছুল হক। উল্লেখ্য, ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে এ ৪ তলা বিশিষ্ট একটি আইসিটি ভবন নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট