চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সাংবাদিকদের সাথে চবি উপাচার্যের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০১৯ | ১:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার গতকাল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। গতকাল সোমবার রাতে নগরীর একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে আমি যেন তা যথাযথভাবে পালন করতে পারি সে ব্যাপারে সবার সহযোগীতা কামনা করছি। দায়িত্ব গ্রহণ করার পর থেকেই চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজনের চেষ্টা করেছি কিন্তু কাজের চাপে এতোদিন তা সম্ভব হয়ে উঠেনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র চৌধুরী, এ এফ রহমান হল প্রভোস্ট প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, সিনেট সদস্য প্রফেসর ড. এস এম খসরুল আলম কুদ্দুসী ও প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন, প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী। মধ্যে বক্তব্য রাখেন সিইউজে সভাপতি নাজিম উদ্দিন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, দৈনিক পূর্বকোণের ফিচার সম্পাদক এজাজ ইউসুফী, নিউএইজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল আলম প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৩ জুন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় বাংলা বিভাগের প্রফেসর ড. শিরীণ আখতারকে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজের ধারাবাহিকতার স্বার্থে ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ না হওয়া পর্যন্ত ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালনের ক্ষমতা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট