চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

পোর্ট সিটি ইউনিভার্সিটিতে সেমিনার ও স্ক্রিনিং টেস্ট

১৬ জুলাই, ২০১৯ | ১:৪৬ পূর্বাহ্ণ

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির জন্য পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার ও দিনব্যাপী বিনামূল্যে হেপাটাইটিস বি এর স্ক্রিনিং টেস্ট অনুষ্ঠিত হয়েছে। পোর্ট সিটি মেডিকেল সেন্টারের উদ্যোগে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘ফাইন্ড দ্য মিসিং মিলিয়নস’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার। মূখ্য আলোচক ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ। গবেষণায় দেখা গেছে বিশ্বে প্রায় দুই কোটি মানুষ এই মরণব্যাধিতে আক্রান্ত। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে শতকরা ৬ জন হেপাটাইটিস বি এবং শতকরা শূূন্য দশমিক ৯ ভাগ অর্থাৎ প্রায় এক শতাংশ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। সাধারণত ব্যবহার হওয়া সিরিঞ্জ বা সুঁই এবং দূষিত রক্ত শরীরে নিলে এই ভাইরাস ছড়ায়। উল্লেখ্য, দিনব্যাপী এই অনুষ্ঠানে ৬০০ এর অধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং টেস্ট গ্রহন করেন। ২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে এই হেপাটাইটিস বি ভাইরাস নির্মূল করার জন্য উদ্যোগ নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যার ফলশ্রুতিতে এই সচেতনতামূলক আয়োজন। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার আশেকুল ওহাব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ফসিউল আলম, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ ও শিক্ষক-কর্মকর্তারা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট