চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আষাঢ়ী পূর্ণিমার অনুষ্ঠান ‘ত্রিশরণ পরশে’ আজ

১৬ জুলাই, ২০১৯ | ১:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আজ মঙ্গলবার রাত ৮টার বাংলা সংবাদের পর শ্যামল চৌধুরীর গ্রন্থনা ও উপস্থাপনায় বৌদ্ধদের আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘ত্রিশরণ পরশে’ প্রচারিত হবে। অমিতাভ কালচারাল সোসাইটি’র পরিবেশনায় অনুষ্ঠানে সংগীত পরিচালনা করেছেন সুমন বড়–য়া। নৃত্য পরিচালনা করেছেন স্বপন বড়–য়া। গানের সুরারোপ করেছেন অশ্রু বড়–য়া রূপক ও সুরঞ্জন মুৎসুদ্দী। একক সংগীত পরিবেশনায় পাপড়ি মুৎসুদ্দী। সমবেত সংগীত পরিবেশনায় রাজেশ বড়–য়া, অনিন্দ্য বড়–য়া জয়, চয়ন বড়–য়া, আকাশ বড়–য়া, প্রিয়তী বড়–য়া, সমাপ্তি বড়–য়া. প্রত্যুষা বড়–য়া, মহুয়া মুৎসুদ্দী, প্রিয়ন্তী বড়–য়া অমি, সেঁজুতি বড়–য়া, তিতলী বড়–য়া ও সপ্তর্ষি বড়–য়া। আলোচনা পর্বে থাকছেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি বোধিমিত্র মহাথেরো, ইউএসটিসি’র সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়–য়া ও চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা উপসচিব সুমন বড়–য়া। তত্ত্বাবধানে নিতাই কুমার ভট্টাচার্য এবং প্রযোজনা করেছেন রিফাত মোস্তফা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট