চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাবে মাগফিরাত দেওয়ানবাগ শরীফ চট্টগ্রামের সম্মেলন

১৬ জুলাই, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

বাবে মাগফিরাত দেওয়ানবাগ শরীফ চট্টগ্রামের উদ্যোগে মাসিক আশেকে রাসূল (স:) সম্মেলন গত ১২ জুলাই নগরীর ভাটিয়ারীর স্টেশন রোডস্থ বাবে মাগফিরাতজামে মসজিদে অনুষ্ঠিত হয়। সম্মেলনে পবিত্র হজের গুরুত্ব ও হাকিকতে হজ পালনের মহামানবদের অনুসরণ এবং সূফী স¤্রাট হযরত দেওয়ানবাগী (মাঃআঃ) হুজুর কেবলার শিক্ষা বিষয় তুলে ধরে সম্মেলনের প্রধান অতিথি আল্লামা এ আর মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পবিত্র হজ মূলত মহামানবদের অনুসরণের শিক্ষা দেয়। কাবাঘর (৭) বার তাওয়াফ এর মাধ্যমে মুসলিম মিল্লাতের পিতা- ইব্রাহিম (আঃ) ও প্রিয় নবী- হযরত রাসূল (সঃ) এর শিক্ষার অনুসরণ করা হয়। হজ এবং জাকাত আল্লাহ্ ধনীদের উপর ফরজ করেছেন কারণ তারা সম্পদের মোহে এবাদতের প্রতি আলস্য এবং উদাসীন থাকে। হজ গরীবের উপর ফরজ নয়। বাবে মাগফিরাতের জোন সমন্বয়ক এআরএম ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বত্তব্য রাখেন জোন সমন্বয়ক সাংবাদিক জালাল উদ্দিন আহমদ চৌধুরী। সম্মেলনে উপস্থিত ছিলেন এ আর মোহাম্মদ কামাল উদ্দীন পারভেজ, মো. শামসুল আলম, মো. নুরুল ইসলাম, মনির হোসেন টিটু, সাংবাদিক এম মিজানুর রহমান চৌধুরী, হযরতুল আল্লাম হাফেজ আমিনুর রহমান ও মো. ইমতিয়াজ উদ্দিন। মিলাদ পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট