চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাউজানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি

নিজস্ব সংবাদদাতা, রাউজান

১৬ জুলাই, ২০১৯ | ১:১৮ পূর্বাহ্ণ

এক সপ্তাহ প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করেছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
১৪ জুলাই সকাল থেকে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ডাবুয়া, চিকদাইর, বিনাজুরী ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি ডাবুয়া ও চিকদাইরে সর্ত্তাখালের ভেঙে যাওয়া বিভিন্ন বেড়িবাঁধ সরেজমিনে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন এলাকার পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ইউপি চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, সুকুমার বড়–য়া, সৈয়দ আবদুল জব্বার সোহেল, সাইফুল ইসলাম চৌধুরী রানা, আহসান হাবিব চৌধুরী হাসান, জসিম উদ্দিন, মো. মুছা, জাহেদুল আলম জাহেদ, জিল্লুর রহমান মাসুদ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট