চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পতেঙ্গায় র‌্যাবের অভিযান

৪শ’ টন নকল টিএসপি সার জব্দ

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০১৯ | ১২:০৯ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা এলাকায় নকল টিএসপি সার কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ সোমবার (১৫ জুলাই) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ওই কারখানা থেকে প্রায় ৪০০ টন নকল টিএসপি সার জব্দ করেছে র‌্যাব।
র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, নকল সার কারখানার মালিক রিপনকে (৪০) আটক করা হয়।



সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন টিএসপি গেইটের খালপাড় হাদিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০০ টন নকল সার জব্দ করা হয়েছে। এ সময় নকল সার কারখানার মালিক রিপনকে আটক করা হয়েছে।

মিমতানুর রহমান আরো জানান, ঢাকা থেকে টিএসপি সারের লোগো লাগানো বস্তা কিনে আনে ৫০-৬০ টাকায়। এসব বস্তায় নকল সার প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে আসছে এ প্রতারক চক্র।
পতেঙ্গার টিএসপি গেইটের খালপাড় হাদিপাড়া এলাকায় রাতে পরিচালিত এ অভিযানে পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানসহ র‌্যাবের কর্মকর্তারা অংশ নেন।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট