চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বান্দরবানে ভারী বর্ষণে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির আরও অবনতি

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

১১ জুলাই, ২০১৯ | ১১:৩৩ পূর্বাহ্ণ

টানা ভারী বর্ষণ অব্যাহত থাকায় বান্দরবানের সার্বিক জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বান্দরবান সদরের বিভিন্ন এলাকায় সাঙ্গু নদীর পানি প্রবেশ করায় ৩ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শহরের উজানী পাড়া, বাস স্টেশন, হাফেজ ঘোনা সহ বিভিন্ন এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। জেলা শহরের আর্মি পাড়া, মেম্বার পাড়া, বাস স্টেশন সহ বেশ কয়েকটি এলাকায় সাঙ্গু নদীর পানি প্রবেশ করায় পানিবন্দি হয়েছে তিন শতাধিক পরিবার। নদী তীরবর্তী উজানীপাড়া স্কুল আশ্রয় কেন্দ্রটিতে ভাঙ্গন দেখা দেয়ায় সেটি এখন বিপদজনক হয়ে পড়েছে। অন্যদিকে লামায় বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস কারি ও বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন আশ্রয় নিয়েছে। জেলার সাংগু-মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার কয়েক ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো বান্দরবানে সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। জেলা সদরের সাথে থানছি ও রুমা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে আশ্রয় কেন্দ্র গুলোতে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট