চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ইউএসটিসি’র উপাচার্যের সাথে কর্মকর্তাদের মতবিনিময়

১১ জুলাই, ২০১৯ | ২:১২ পূর্বাহ্ণ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)’র উপাচর্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে গতকাল বুধবার দুপুর ১২টায় ইউএসটিসি’তে কর্মরত কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা ইউএসটিসি’র মাওলানা ভাসানী কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে ইউএসটিসি’র বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় উপাচার্য বলেন, আমরা সবাই ইউএসটিসি পরিবারের সদস্য। ইউএসটিসি’র উন্নয়নের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। ইউএসটিসিকে ভালবাসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই একযোগে কাজ করলে ইউএসটিসি হবে উচ্চশিক্ষা ও সেবার এক সেন্টার অব এক্সসিলেন্সি। নিউ ডাইমেনশন এর মাধ্যমে সবার অংশগ্রহণ সম্ভব এ কথা উল্লেখ করে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় আগামী ৬ মাসের মধ্যে শীর্ষস্থানীয় অবস্থানে থাকবে এবং সবাই নিজ নিজ দায়িত্ব ও কর্তব্যের প্রতি আন্তরিক হলেই এটি সম্ভব। প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও ২০৪১ পূরণের লক্ষ্যে ইউএসটিসি কর্তৃপক্ষ ইতোমধ্যে আরো ৫টি স্থাপত্য ও প্রকৌশল বিভাগ খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং সম্প্রতি মালেশিয়ার কিউ এস স্বীকৃত টপ রেনকিং ৪টি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের ভিশন ২০২১ ও ২০৪১ এর ধারাবাহিকতায় ইউএসটিসি প্রথমবারের মত যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ’ ন্যাশনাল প্রফেসর (ডা.) নুরুল ইসলাম ইন্সটিটিউট অব ফোর্থ ইন্ড্রাস্ট্রিয়াল রেভুলিউশন’ স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করে। উক্ত ইন্সটিটিউটে বাংলাদেশকে শিক্ষা, প্রযুক্তি ও গবেষণায় ৪র্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে কিভাবে এগিয়ে নেয়া যায় তার দিক নিদের্শনা ও প্রয়োজনীয় বিষয়াদি নিয়ে গবেষণা করবে। উপাচার্য বলেন, এ ইন্সটিটিউট বিভিন্ন বিষয়ে যেমন ন্যানোটেকনোলজি, বায়োটেকনোলজি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোট্টিকস, স্পেস সায়েন্স, ই- মেডিসিন, কোয়ান্টম কম্পিউটিং, স্মার্ট সিটি, ক্লাইমেন্ট চেঞ্জ, স্মার্ট গ্রিড, ফার্মাসিউটিক্যাল ইনোভেশন, ইনোভেটিভ এন্টারপ্রেনিওরাল ইকোসিস্টেম ইত্যাদি বিষয়ে গবেষণা করার পরিবেশ সৃষ্টি করবে। কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন ইউএসটিসি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়–য়া, সিনিয়র ডেপুটি লাইব্রেয়ান ইয়াছমিন আরা, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাপ্পী প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট