চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সিভাসুতে অর্থোপেডিক সার্জারি ট্রেনিং সম্পন্ন

১১ জুলাই, ২০১৯ | ২:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)’র মেডিসিন ও সার্জারি বিভাগ এবং এস.এ.কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে প্রথমবারের মত দুই দিনব্যাপী অর্থোপেডিক ট্রেনিং সার্জারি ট্রেনিং সম্প্রতি সিভাসু ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল আহাদ, চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন, মেডিসিন ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রাণিসম্পদ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস.এ. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. ভজন চন্দ্র দাস। এতে প্রশিক্ষণ প্রদান করেন প্রফেসর ড. ভজন চন্দ্র দাস, প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর ও ডা. তুলি দে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট