চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সমস্যা জানতে ওসি আসবে আপনার এলাকায়

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০১৯ | ১২:১৯ পূর্বাহ্ণ

‘থানার ছায়া নাকি কানাও মারায় না’, প্রচলিত এ বাক্যটির অর্থ দাঁড়ায়, চোখে ঠিক মতো দেখতে পায় না এমন মানুষও থানার আশেপাশে যেতে চায় না। পুলিশের প্রতি মানুষের বিশ্বাস না থাকায় প্রচলিত ছিল বাক্যটি। কিন্তু এ বাক্যটির প্রচলন এখন আর নেই। জনকল্যাণমূলক নানাবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের কাছে এখন একমাত্র ভরসার স্থান হয়ে ওঠেছে পুলিশ। আর  মানুষের কাছে ভরসার এ স্থান আরো বাড়িয়ে দিতে নতুন নতুন সেবা পদক্ষেপ গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী এ সংস্থাটি। তবে  এবার জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে নগরীর কোতোয়ালী থানা।

‘হ্যালো ওসি’ বুথ নিয়ে কোতোয়ালী থানার চৌদ্দ জামতলা এলাকায় হাজির হয়েছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। আর ব্যতিক্রমী এ আয়োজন দেখে সেবাপ্রার্থীরা খুব খুশি। তারা প্রাণ খুলে কথা বলেছেন থানার বড় কর্তার সঙ্গে। মাদকসহ এলাকার নানা সমস্যার কথা ওসিকে জানান তারা। অপরাধমুক্ত এলাকা গড়তে সুন্দর কিছু প্রস্তাবও দিয়েছেন এলাকাবাসী।

জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘পুলিশ সেবা সপ্তাহে ‘হ্যালো ওসি’ নামে একটা বুথ খুলেছিলাম। তাতে মানুষের ব্যাপক সাড়া পেয়েছিলাম। মানুষ নির্ভয়ে আমাদের কাছে তাদের সমস্যা বলেছিলেন। আমরা চাই সে ধারা অব্যাহত থাকুক। তাই প্রতিটি এলাকাতেই এখন ‘হ্যালো ওসি’ বুথ খোলা হবে। সেখানে আপনারা নির্ভয়ে আপনাদের সমস্যা বলতে পারবেন। পাশাপাশি জবাবদিহিও করতে পারেন আপনাদের ওসিকে।’

পূর্বকোণ/ আল-আমিন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট