চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আলমগীর খুনের প্রধান আসামি সৌরভ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০১৯ | ২:০৪ পূর্বাহ্ণ

দুই বছর পর কর্ণফুলী থানার চাঞ্চল্যকর আলমগীর হত্যা মামলার প্রধান আসামি নকিবুল হক সৌরভকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পি বি আই)। সোমবার ভোরে কক্সবাজারের বার্মিজ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সৌরভ কর্ণফুলী থানার নজির মেম্বার বাড়ির মোহাম্মদ নুরুল আবছারের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র (মেট্রো) পরিদর্শক (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী

জানান, ২০১৭ সালের ২ জুলাই মধ্যরাতে কর্ণফুলী থানার নজির মেম্বার বাড়ির আলমগীরকে খুন করা হয়। আলমগীরের সাথে তার চাচাতো ও জেঠাতো ভাইদের জায়গা-জমির বিরোধ ছিল। কর্মস্থল থেকে ফেরার পথে রাত আনুমানিক দুইটার সময় (২০১৭ সালের ২ জুলাই) পিটিয়ে হত্যার পর লাশ গুম করতে রশি দিয়ে আলমগীরের পা বেঁধে ঝোঁপের মধ্যে ফেলে দেয়। ্
এ ঘটনায় কর্ণফুলী থানার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা ২০১৮ সালের ২৮ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ঘটনার কোন আসামি গ্রেপ্তার না করে তদন্ত প্রতিবেদন দেয়ার কারণে বাদি নারাজি আবেদন করলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। পুলিশ কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, সৌরভ গ্রেপ্তারের পর আলমগীর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে গতকাল মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট