চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চাঞ্চল্যকর তুহিন ধর্ষণ হত্যা মামলার চার্জশিট দাখিল

নিজস্ব সংবাদদাতা , হাটহাজারী

১০ জুলাই, ২০১৯ | ২:০৪ পূর্বাহ্ণ

হাটহাজারীর চাঞ্চল্যকর ৮ম শ্রেণির স্কুলছাত্রী তুহিনকে (১৩) ধর্ষণ করে খুন ও লাশ গুমের ঘটনায় দায়ের করা মামলার ৯মাস ২৬ দিনের মাথায় গতকাল মঙ্গলবার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছে পুলিশ। এ মামলায় প্রধান আসামি শাহনেওয়াজ সিরাজ ওরফে মুন্না (২২) এবং অপর দুই আসামি তার পিতা শাহজাহান সিরাজ (৫২) ও মাতা নিগার সুলতানার (৪৫) বিরুদ্ধে এ অভিযোগপত্র জমা দেয়া হয়। বর্তমানে আসামি মুন্না কারাগারে রয়েছে। তবে আদালতে এই অভিযোগপত্রের শুনানি না হওয়া পর্যন্ত মামলার অপর দুই আসামি তার পিতা ও মাতা উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত আছেন। উল্লেখ্য, গত ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর মামলার প্রধান আসামি শাহনেওয়াজ সিরাজ মুন্না হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণির ছাত্রী তাছনিম সুলতানা তুহিনকে হাটহাজারী পৌর এলাকার ফটিকা শাহজালাল পাড়া সালাম ম্যানশনের ৪র্থ তলার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। আত্মরক্ষার্থে তুহিন চিৎকার দিলে মুন্না তার মুখ চেপে শ্বাসরোধ করে খুন করে। পরে তুহিনের লাশ ওই ঘরের সোফার নিচে প্লাস্টিকের বস্তা ভরে গুম করে। ঘটনার পর ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পালাতে গিয়ে মুন্না পুলিশের হাতে ধরা পড়ে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তুহিনের লাশ উদ্ধার

করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুন্নার পিতা-মাতা পালিয়ে যায়। এ ঘটনায় মুন্না ও তার পিতা-মাতার সর্বোচ্চ শাস্তি দাবি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী, আলেম সমাজ এবং হাটহাজারীর সর্বস্তরের জনসাধারণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ‘মামলায় প্রধান আসামি শাহনেওয়াজ সিরাজ মুন্না ও অপর দুই আসামি তার পিতা শাহজাহান সিরাজ ও মাতা নিগার সুলতানার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়া হয়েছে। আদালতের কাছে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য সুপারিশ করা হয়েছে।’
এ বিষয়ে মামলার বাদি পক্ষের আইনজীবী এডভোকেট মো. রিয়াদ উদ্দিন সাংবাদিকদের বলেন, আজ বুধবার মামলার নিয়মিত ধার্য্য তারিখ রয়েছে। পদ্ধতিগত কার্যক্রম সম্পন্ন হলে অভিযোগপত্রের বিষয়ে আদালতে শুনানি হতে পারে। নতুবা পরবর্তী ধার্য্য তারিখে এর শুনানি হবে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট