চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পার্বত্য চট্টগ্রামে ‘বঙ্গবন্ধু জাতীয় এডভেঞ্চার উৎসব’

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২০ | ১০:২০ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে উন্নয়ন ত্বরান্বিত করার মাধ্যমে দেশকে গড়ে তোলার দায়িত্ব নিয়ে হবে তরুণ সমাজকে। এরা যদি সততা ও ন্যায়-নিষ্ঠার সঙ্গে কাজ করে তাহলে একদিন আমরা জাতির জনক শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলাদেশ’ গড়ে তুলতে পারব। আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলি সরকারি কলেজ মাঠে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু জাতীয় এডভেঞ্চার উৎসবের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এডভেঞ্চার উৎসব পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য ও অপার সৌন্দর্য বিশ্বের কাছে তুলে ধরতে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে। এতে উৎসাহিত হবে তরুণরা। দেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, মহিলা আসনের সদস্য বাসন্তী চাকমা, বিশ্বনন্দিত এডভেঞ্চারার মিজ এনি কুইমেরে, জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মো. আলমগীর বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ও বাংলাদেশ এডভেঞ্চার ফাউন্ডেশনের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী এই এডভেঞ্চার উৎসবে  অংশ নিচ্ছেন দেশ-বিদেশের ১০০-এর বেশি এডভেঞ্চারার। তারা অংশ নেবেন তিন পার্বত্য জেলায় কায়াকিং, রোপ কোর্স, হাইকিং, ট্রেকিং, সেইলিং, টেইল রান, মাউন্টেন বাইক, কেভ ডিসকভারি, টিম বিল্ডিং, জিপ লাইন, ক্যানিওনিং ইভেন্টে। আগামী ১৫ জানুয়ারি সমাপ্তি হতে যাওয়া এ উৎসবে ১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে বলে আয়োজক কমিটির সূত্রে জানা গেছে।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট