চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়িতে মুজিববর্ষের উদ্বোধন বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার কাজ করতে হবে: নজিবুল

নিজস্ব সংবাদদাতা , ফটিকছড়ি

১১ জানুয়ারি, ২০২০ | ৩:৩৭ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী তথা মুজিব বর্ষ উদ্বোধন অনুষ্ঠানে সাংসদ আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে সকলকে দেশ গড়ার কাজ করতে হবে। জন্মশত বর্ষে বঙ্গবন্ধুকে ফটিকছড়িবাসীর পক্ষ থেকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু যে রূপরেখা দিয়ে গেছেন সেটাই জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। তিনি গতকাল ১০জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়িতে মুজিব বর্ষ পালনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.তৌহিদুল আলম বাবু, উপজেলা নির্বাহী অফিসার মো.সায়েদুল আরেফিন, দুই ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা ও এড.ছালামত উল্লাহ্ চৌধুরী শাহীন, সহকারী কমিশনার (ভূমি) মো.জানে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো.ইলিয়াছ চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার, ভুজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ্, ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ মো.ইসমাইল হোসেন, চেয়ারম্যান এম.শাহ নেওয়াজ, আব্দুল হালিম, আবু তালেব, মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন চৌধুরী, খায়রুল বশর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট