চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিটি কলেজ ছাত্রলীগ ও সংসদের আনন্দ মিছিল

১১ জানুয়ারি, ২০২০ | ২:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের যৌথ উদ্যোগে গতকাল এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর নিউ মার্কেট চত্ত্বর হয়ে দারুল ফজল মার্কেটসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণশেষে কলেজ ছাত্রলীগের দিবা শাখার সভাপতি মো. ইমতিয়াজ বাবলার সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগ বৈকালিক শাখার সাধারণ সম্পাদক এম রাশেদ চৌধুরীর সঞ্চালনায় কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কলেজ ছাত্র সংসদ দিবা শাখার ভিপি মো. আবু তাহের, কলেজ ছাত্রলীগ দিবা শাখার সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, কলেজ ছাত্রলীগ বৈকালিক শাখার সভাপতি মো. আব্দুল খালেক, ছাত্র সংসদ দিবা শাখার এজিএস নিয়াজ মোরশেদ, সাবেক ছাত্রনেতা এনামুল হক। সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু বক্কর ছিদ্দিকী, নগর ছাত্রলীগ নেতা আব্দুল আহাদ, কলেজ ছাত্রলীগ নেতা আরিফুল হক ফরহাদ, রবিউল ইসলাম, মো. সাজিবুল ইসলাম সজীব, মো. ফয়সাল, মো. ফারুক, মো. রাশেদ, হোসেন মোহাম্মদ আরশাদ, মো. ইব্রাহিম খলিল সাদ্দাম, হোসনে মুরাদ মাহিন, মো. শহীদ প্রমুখ। বক্তারা বলেন বাংলাদেশ ছাত্রলীগ ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৯৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ৬ দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যূত্থান, ৭০’র নির্বাচন ও ৭১’র মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বের মাধ্যমে অগ্রণী ভূমিকা রেখেছে। তারই ধারাবাহিকতা বজায় রেখে সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদ ও মাদকমুক্ত এবং অসাম্প্রদায়িক তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে দেশরতœ জননেত্রী শেখ হাসিনা’র ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট