চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঢাকা দক্ষিণে ৪ কাউন্সিলর প্রার্থী বিনা ভোটে নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২০ | ৯:৪৪ অপরাহ্ণ

ঢাকার দুই সিটি করপোরেশনের ভোট হতে বাকি রয়েছে আরো ২০ দিন। এর আগেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আ.লীগ সমর্থিত ৪ কাউন্সিলর প্রার্থী।

নির্বাচিত প্রার্থীরা হলেন, ঢাকা সিটি করপোরেশনের ২৫ নম্বর সাধারণ ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল, ৪৩ নম্বর সাধারণ ওয়ার্ডের মো. আরিফ হোসেন (বর্তমান কাউন্সিলর) ও সংরক্ষিত আসন ৬ নম্বরে (১৬, ১৭, ১৮ সাধারণ ওয়ার্ডের সমন্বয়ে) নারগীস মাহতাব (বর্তমান কাউন্সিলর) ও সংরক্ষিত ৮ নম্বর আসনের (২২, ২৩, ২৬) নিলুফার রহমান।

ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করে জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুটি সাধারণ ওয়ার্ড ও দুটি সংরক্ষিত ওয়ার্ডে একক প্রার্থী ছিলেন নির্বাচিতরা। ফলে আজ শুক্রবার (১০ জানুয়ারি) প্রকাশিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

হবে ৩০ জানুয়ারি ভোট শেষে সবার সঙ্গে এ চার প্রার্থীর ফলাফল গেজেটে প্রকাশ করা বলেও জানান এই কর্মকর্তা।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট