চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বিজয় দিবস উদযাপনে আয়োজিত সভায় বক্তারা

বিজয়ের চেতনা প্রজন্ম বাঙালির প্রেরণা

মফস্বল ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০১৯ | ৩:৫৭ পূর্বাহ্ণ

বিজয় দিবস উদযাপনে উপজেলার বিভিন্ন স্থানে র‌্যালি, কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় বক্তারা বলেন, বিজয়ের চেতনা বাঙালির নিত্যদিনের পথ চলার প্রেরণা। প্রজন্ম বাঙালি বিজয় দিবসের চেতনায় দেশকে এগিয়ে নেবে।
সাতকানিয়া: নিজস্ব সংবাদদাতা জানান, রোববার রাতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাতকানিয়া মডেল হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ জাতীয় পতাকা উত্তোলনে উদ্বোধন করেন প্রফেসর ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভী এমপি ও উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অভিবাদন মঞ্চে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন ও থানার অফিসার ইনচার্জ মো. সফিউল কবীর। কুচকাওয়াজকালে মাঠে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী রিজিয়া রেজা চৌধুরী, সাতকানিয়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসানুজ্জ্যামান মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দীন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, থানার অফিসার ইনচার্জ মো. সফিউল কবীর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন প্রমুখ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবধর্না দেয়া হয়। অনুষ্ঠানে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে।
রামু: নিজস্ব সংবাদদাতা জানান, কক্সবাজারের রামুতে ৭দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে ১৫ ডিসেম্বর বিকালে। রামু স্টেডিয়ামে বিজয় মেলার উদ্বোধন করেন রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল। প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা। এ সময় রামু উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের মহাসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম জানান। মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মৃতিচারণ করেন নুরুল ইসলাম বাঙ্গালী ও মমতাজ আহমদ।
পটিয়া উপজেলা যুবলীগ: নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। সংগঠনের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, বর্তমান সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আ.লীগ নেতা শহীদুল আলী মনজু, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, এম.এজাজ চৌধুরী। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির ও মাষ্টার রিটন নাথের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোর্শেদুল হক, মো. ফোরকান, আবুল হাসনাত ফয়সাল, আজগর আলী বাহাদুর, দিদারুল আলম, শাহ আলম মেম্বার, এনামুল হক মজুমদার, রবিউল আলম ছোটন, নাজিম উদ্দিন রনি, জাবেদ সরোয়ার, হারুন মাষ্টার, মো. মহিউদ্দিন, মিঠুন চৌধুরী, শিমুল দে, শাহ আজিজ, শাহানা আকতার টিয়া, শীতল তালুকদার প্রমুখ।
কাপ্তাই: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে ও বনশ্রী পর্যটন কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় ১৫ ডিসেম্বর বিকালে বনশ্রী কমপ্লেক্স সংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য ও বনশ্রী কমপ্লেক্সের পরিচালক প্রকৌশলী রুবায়েত আক্তারের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল।
কাপ্তাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী আফরোজা আক্তার রেখা, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলার মানবাধিকার কর্মী নূর বেগম মিতা, রাঙামাটি আওয়ামী পেশাজীবী পরিষদের আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন, কাপ্তাই ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ.আর লিমন, মুক্তিযোদ্ধা ইস্রাফিল হোসেন, আয়ান আয়াত। অনুষ্ঠানে নারী ও পুরুষের প্রায় ১০টি দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
রাজস্থলী: নিজস্ব সংবাদদাতা জানান, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুচকাওয়াজের ছালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা, উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পাটোয়ারী, যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা প্রমুখ।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ: নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে বিজয় মিছিল বের হয়। মিছিলটি বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে বাঙ্গালহালিয়া বাজার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা। প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি পুলক বড়–য়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ. লীগের আইন বিষয়ক সম্পাদক শামসুল আলম, প্রচার সম্পাদক হারাধন কর্মকার, সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, পুলক চৌধুরী ও সুইক্যচিং মারমা। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আদুমং মারমা, সুইচাপ্রু মারমা, মউচিং মারমা, জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম, আবু মুছা, মংচিং চৌধুরী, থোয়াইসুইমং মারমা, ফোরকান হোসেন মুন্না, মো. কাইয়ুম হোসেন মিরাজ, সুমন বড়–য়া, প্রবীর দত্ত।
রোয়াংছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, রোয়াংছড়ি সেনাবাহিনী, রোয়াংছড়ি প্রেস ক্লাব, রোয়াংছড়ি থানা পুলিশ,আনসার ও ভিডিপি, রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, গ্রাম পুলিশের সদস্য, রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ,মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ। এদিকে ৪ নং নোয়াপতং ইউনিয়ন চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা পরিষদের সকল সদস্য-সদস্যা ও ইউপি সচিবকে নিয়ে কানাইজোপাড়া এলাকায় শহীদ টিএম আলী বীর প্রতীকের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। অনুষ্ঠানে নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মো. শামসুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইংচিংপ্রু মারমা, রোয়াংছড়ি ক্যাম্প কমা-ার মো. আকিব, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম জাকারিয়া হায়দার, সমাজসেবা অফিসার বরুন দে, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আবদুস সবুর, ইনস্ট্রাক্টর মো. মোমিনুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. কামাল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক সুফল চাকমা, একাডেমিক সুপারভাইজার নুরনবী। শেষে মুক্তিযোদ্ধা মো. শামসুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার সকালে ছালেহ আহাম্মেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো. শফি উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি থানা ওসি তদন্ত কানন, মুক্তিযুদ্ধা কমন্ডার মো. রাজা মিয়া, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা তোফাজ্জল হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ডা. সিরাজুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. আব্দু সাত্তার, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী প্রমুখ। এর আগে ছালেহ আহাম্মেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পুলিশ, আনসার, ভিডিপি, বিভিন্ন কলেজ, প্রাথমিক, উচ্চ বিদ্যালয়ের বয়েজ স্কাউট, কাপ স্কাউট নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট