চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রচারণায় ব্যবহৃত ভারতীয় ‘ভুয়া সাইটের খনি’ আবিষ্কার!

১৮ ডিসেম্বর, ২০১৯ | ৩:৪৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : রাজনৈতিক সুবিধা লাভ ও প্রচারণার উদ্দেশ্যে বানানো কয়েকশ’ ভারতীয় ভুয়া ওয়েবসাইটের একটি বৈশ্বিক নেটওয়ার্ক খুঁজে পেয়েছেন গবেষকরা। তারা বলছেন, ইউরোপের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করার লক্ষ্যেই পরিচালিত হত ওই সাইটগুলো। ব্রাসেলসভিত্তিক এনজিও ইইউ ডিসইনফো ল্যাব তাদের প্রতিবেদনে বলেছে ওই ‘কো-অর্ডিনেটেড নেটওয়ার্কের’ ২৬৫টি সাইট পরিচালিত হতো বিশ্বের ৬৫টি দেশে।

ওয়েবসাইটগুলোর সঙ্গে ভারতীয় প্রতিষ্ঠান ‘শ্রিভাস্তাভ গ্রুপের’ সংশ্লিষ্টতাও খুঁজে পেয়েছেন গবেষকরা। ইউরোপে পাকিস্তান বিরোধী লবিংয়ের ঘটনার সঙ্গেও নেটওয়ার্কটির সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। তবে, ওই নেটওয়ার্কটির সঙ্গে ভারত সরকারের জড়িত থাকার কোনো প্রমাণ মেলেনি।

গবেষকদের ধারণা, নেটওয়ার্কটির মূল উদ্দেশ্যে ছিল ভারতের প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে প্রচারণা চালানো।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট