চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভারতে পেঁয়াজ বেচে কোটিপতি কৃষক

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০১৯ | ৪:৩৬ অপরাহ্ণ

ভারতে পেঁয়াজ বেচে কোটিপতি হয়েছেন এক কৃষক। কর্ণাটকের এই কৃষকের নাম মল্লিকার্জুন। ভারতে পেঁয়াজের দাম যখন আকাশছোঁয়া, ঠিক তখনই কর্ণাটকের কৃষক মল্লিকার্জুনার মুখে ফুটেছে সুখের হাসি। পেঁয়াজ বেঁচে এক মাসেই কোটিপতি হয়ে গেছেন তিনি।

১০ একর জমিতে মোট ২৪০ টন পেঁয়াজ উৎপাদিত হয়।  নভেম্বরে যে পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ৭০ রুপি, সেই পেঁয়াজ কয়েকদিন আগে ১২০ রুপিতে বিক্রি করেন এই কৃষক।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে তিনি জানিয়েছেন, ১৫ লাখ রুপি ঋণ নিয়ে পেঁয়াজ চাষ শুরু করেন তিনি। ভয় কাটিয়ে ভালো দাম পেয়েছেন। ঋণের ১৫ লাখ রুপি পরিশোধ করে জমিয়েছেন কোটি রুপির ওপরে। আরও ১০ একর জমি লিস নিয়ে ৫০ জন শ্রমিক ভাড়া করেছেন। এসব জমিতেও পেঁয়াজ চাষ করবেন তিনি।

তিনি বলেন, ‘প্রথমে সংশয় ছিল যে, শেষ পর্যন্ত ঋণের টাকা উঠবে কি না। কারণ, ভালো দাম না পেলে আমি ঋণে ডুবে যেতাম। তবে শেষ পর্যন্ত লাভের মুখ দেখেছি। ১৫ লাখ রুপি ঋণ পরশোধ করে বাড়তি কোটি রুপির মুখ দেখতে পেরেছি।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট