চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গেইম চেঞ্জার বলে

মন্তব্য সিপিইসি নিয়ে মার্কিন উদ্বেগ নাকচ করল পাকিস্তান

২৫ নভেম্বর, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি নিয়ে আমেরিকা যে উদ্বেগ প্রকাশ করে আসছে তা নাকচ করেছে পাকিস্তান। পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি রোববার মুলতানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বলেন, পাকিস্তানের অর্থনীতির ওপর সিপিইসি নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমেরিকা যে দাবি করছে ইসলামাবাদ তা সুস্পষ্টভাবে নাকচ করছে।
তিনি বলেন, “আমেরিকার পর্যবেক্ষণ ও বিশ্লেষণের সঙ্গে আমরা একমত নই।

আমরা সুস্পষ্টভাবে বলেছি- সিপিইসি প্রকল্পের উদ্যোগ আমরা নিয়েছি এবং আমরা এর দ্বিতীয় পর্যায়ের কাজ বাস্তবায়নের পথে রয়েছি।”
শাহ মেহমুদ কোরেশি বলেন, এ প্রকল্পে চীনের যে ঋণ সেটি খুব বড় কোনো বোঝা নয় বরং এই বিশাল প্রকল্প পাকিস্তানের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

কোরেশি আরো বলেন, পাকিস্তানের মোট ঋণের পরিমাণ সাত হাজার ৪০০ কোটি ডলার যার মধ্যে সিপিসি’র জন্য ঋণ রয়েছে মাত্র ৪৯০ কোটি ডলার।
সিপিসি এই অঞ্চলের জন্য গেইম চেঞ্জার হবে বলেও তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট