চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

ওয়াটলিং-স্যান্টনারে বিপাকে ইংল্যান্ড

২৫ নভেম্বর, ২০১৯ | ১:১৮ পূর্বাহ্ণ

দুর্দান্ত একটি দিন কাটিয়েছেন বিজে ওয়াটলিং ও মিচেল স্যান্টনার। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে ওয়াটলিং ছুঁয়েছেন প্রথম ডাবল সেঞ্চুরি (২০৫)। আর স্যান্টনার করেছেন প্রথম টেস্ট সেঞ্চুরি (১২৬)। তারা দুজন সপ্তম উইকেটে ২৬১ রানের জুটি গড়েছেন। তাতে নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়ে ৬১৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। ২৬২ রানে পিছিয়ে থেকে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৫৫ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে। ইংল্যান্ডের চেয়ে এখনো তারা ২০৭ রানে পিছিয়ে রয়েছে। ক্রিজে আছেন জো ডেনলি (৭)। দিনের শেষ বলে আউট হয়েছেন জ্যাক লিচ। ইংল্যান্ডের তিনটি উইকেটই নিয়েছেন স্যান্টনার। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৮ রান তোলেন ররি বার্নস ও ডম সিবলি। সেখান থেকে ৫৫ রান পর্যণ্ত যেতেই তারা তিনটি উইকেট হারায়। ৪৮ রানে সিবলি (১২) ফিরেন স্যান্টনারের প্রথম শিকারে পরিণত হয়ে। ৫৩ রানে ররি বার্নসকেও (৩১) ফেরান স্যান্টনার। আর ৫৫ রানের মাথায় দিনের শেষ বলে জ্যাক লিচকে রানের খাতা খোলার আগেই আউট করেন স্যান্টনার। উইকেট যে আচরণ করতে শুরু করেছে তাতে আজ শেষ দিনে ইংল্যান্ড পারবে কী হার এড়াতে? সময়ই বলে দেবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট