চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

দুই ‘কনকাশন’ বদলি মিরাজ ও তাইজুল

শামির বাউন্সারে ছিটকে গেলেন লিটন

স্পোর্টস ডেস্ক

২৩ নভেম্বর, ২০১৯ | ৪:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইনিংসের ঘোরতর দুঃসময়ে মাথায় আঘাত পেলেন লিটন দাস। ছাড়তে বাধ্য হলেন মাঠও। আর টেস্ট ক্রিকেটের ইতিহাস দেখল দ্বিতীয় কনকাশন বদলি, তথা মাথায় আঘাত জনিত বিকল্প নামানোর ঘটনা। আহত অবসর লিটনের জায়গায় ইডেনে দিবা-রাত্রির টেস্টে ব্যাট করতে নামেন মেহেদী হাসান মিরাজ। গতকাল শুক্রবার দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ব্যতিক্রম ছিলেন লিটন। ক্রিজে গিয়েই হাঁকিয়েছিলেন বাউন্ডারি। আস্থার সঙ্গে খেলতে থাকা ডানহাতি এই ব্যাটসম্যান মোহাম্মদ শামির একটি বাউন্সারে পুল করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি। বাংলাদেশ ইনিংসের ২১তম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ সামির বাউন্সারে হুক খেলতে গেলে বল সরাসরি লিটনের হেলমেটে আঘাত হানে। তাতে কপালের ডানঅংশ ফুলে যায় তার।

ফিজিওর সাথে মাঠেই কিছুক্ষণ সময় কাটিয়ে সেসময় ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ডানহাতি এ ব্যাটসম্যান। কিন্তু ২২তম ওভারে যেয়ে অস্বস্তি বোধ করায় আম্পায়ারের কাছে আবেদন করেন আহত অবসরের। তখন লিটনের বিরতি অনুমোদন করার সাথে সাথেই প্রথম সেশনের বিরতিও ঘোষণা করেন মাঠ আম্পায়াররা। দ্বিতীয় সেশনে টাইগার ব্যাটিং লাইনআপে মেলে চমক, মাঠে নামেন শুরুর একাদশে না থাকা মিরাজ। সপ্তম ব্যাটসম্যান হিসেবে ইবাদত হোসেন আউট হওয়ার পর ব্যাট হাতে নামেন এ স্পিন-অলরাউন্ডার। তিনি লিটনের কনকাশন বদলি। মাথায় আঘাত পাওয়া লিটন এই ইনিংসে আর ব্যাট করতে পারবেন না, সেটা নিশ্চিত হওয়ার পর যে বদলি নামানোর সুযোগ মিলেছে। চলতি বছরই আইসিসি এই বদলির বিষয়টি অনুমোদন করেছে। কনকাশন বদলি হতে হয় একই ধরনের খেলোয়াড়। লিটন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। মিরাজ অলরাউন্ডার। তাই তিনি বোলিং করতে পারবেন না। কেবল ব্যাটসম্যান হিসেবে খেলতে হবে মিরাজকে। ব্যাটিংয়ে নেমে অবশ্য বিশেষ কিছু করতে পারেননি মিরাজ। ইশান্ত শর্মার বলে শর্ট লেগে চেতেশ্বর পূজারাকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৮ রান করে। তার কিছুপরই বাংলাদেশ অলআউট হয়েছে ১০৬ রানে। মিরাজ টেস্ট ইতিহাসের দ্বিতীয় কনকাশন বদলি। এর আগে টেস্ট ক্রিকেটের প্রথম কনকাশন বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মার্নাস লাবুশেন। গত এশেজে লিডস টেস্টে মাথায় আঘাত পেয়েছিলেন স্টিভেন স্মিথ। তার বদলি হিসেবে নেমেছিলেন লাবুশেন।

এদিকে মাঠ থেকে বেরিয়ে লিটন সোজা চলে যান হাসপাতালে। তাৎক্ষণিকভাবে কোন বাড়তি ঝুঁকি না নিয়ে তার মাথায় সিটি স্ক্যান করানো হয়েছে। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, লিটন দাসের মাথায় সিটি স্ক্যান করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, একটি বেসরকারি হাসপাতালের রেডিয়োলজিস্ট সৌমিত্র ভট্টাচার্য এবং নিউরোলজিস্ট দীপ দাস তাকে দেখেন। সিটি স্ক্যানে মাথায় কোনও চোট ধরা পড়েনি লিটনের। তিনি সুস্থই আছেন। পুনরায় চোট যাতে না লাগে, সেই কারণে আগাম সতর্কতা হিসেবে বিশ্রাম নিতে বলা হয়েছে। এদিকে লিটন দাসের পর নাঈম হাসানেরও ‘কনকাসন সাব’ নিতে হয়েছে বাংলাদেশকে। লিটনের মতো নাঈমের হেলমেটেও ছোবল দেয় মোহাম্মদ শামির বল। সেই ওভারে দুটি বাউন্ডারি হাঁকান নাঈম। দলকে তিন অঙ্কে নিয়ে নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে করেন ১৯ রান। ফিল্ডিংয়ে নামেননি এই তরুণ অফ স্পিনার।
বিসিবি জানায়, নাঈমের জায়গায় কনকাশন বদলি হিসেবে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে। নাঈম যেহেতু বোলার তাই বল করতে পারবেন তাইজুল।

এদিকে পরে স্পিনার নাঈম হাসানের বদলি হিসেবে বাংলাদেশ দলের ফিল্ডিংয়ের সময় মাঠে নামেন তাইজুল ইসলাম। গতকাল নাঈমেরও সিটি স্ক্যান করানো হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট