চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিভিন্ন স্থানে আয়োজিত মাহফিলে বক্তারা

পরিশুদ্ধ হবার মাস রমজান

মফস্বল ডেস্ক

১৩ মে, ২০১৯ | ১:৫১ পূর্বাহ্ণ

মাহে রমজানে উপজেলার বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আয়োজিত মাহফিলে বক্তারা বলেন, রমজান হলো নিজেকে পরিশুদ্ধ করার সময়।
উত্তর গুয়াপঞ্চক দারসুল কুরআন ওয়াস্সুন্নাহ মাদ্রাসা: আনোয়ারার নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলাস্থ মাদ্রাসার উদ্যোগে গত শুক্রবার মাহে রমজানে মুসলিম উম্মাহর করণীয়-বর্জনীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রারাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ আরিফ উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বৈরাগ ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মাস্টার মুহাম্মদ আব্দুল গনি, মাওলানা সলিমুল্লাহ, হাফেজ মাওলানা আব্দুল মান্নান, রফিক কোম্পানি। বক্তব্য রাখেন এনামুল হক, সাহাব উদ্দীন, শেখ জাবের, আবদুল হাই, হাজি আলী আকবর, হাজি আবদুর রহিম, ক্বারী মাওলানা জাবের, ব্যাংকার আহমদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আত্মগঠন করতে হবে। তারা সকলকে দ্বীনি শিক্ষার প্রসারে মাদ্ররাসা শিক্ষাকে এগিয়ে নিতে একযোগে কাজ করার আহ্বান জানান। শেষে হিফজ সবক সম্পন্নকারীদের পাগড়ি প্রদান করা হয়।
রাউজান অদুদ স্মৃতি সংঘ: নিজস্ব সংবাদদাতা জানান, রাউজানের কৃতী সন্তান উত্তর চট্টলার দানবীর আলহাজ আবদুল অদুদ চৌধুরীর স্মৃতি বিজড়িত সংগঠনের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে ১১ মে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংঘের সাবেক সভাপতি ১৫ নম্বর নোয়াজিষপুর ইউপি চেয়ারম্যান লায়ন এম. সরোয়ার্দী সিকদার। সংঘের আহ্বায়ক মুনিরুল হক চৌধুরী বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট সায়েমুর রহমান রিপুলের তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি কাজী মাঈনুদ্দীন, রাশেদুল আলম চৌধুরী ও মোসলেম উদ্দীন চৌধুরী। বক্তব্য রাখেন জসিম উদ্দিন চৌধুরী, আবু সাদাত নবী, বকতিয়ার হোসেন, জাকারিয়া চৌধুরী, আকতার চৌধুরী, তাজুল ইসলাম, গিয়াস উদ্দীন আল মামুন, আজিম, দিল মোহাম্মদ, নাছির উদ্দীন চৌধুরী নেছার প্রমুখ।
রাজস্থলী সিএনজি ও মাহিন্দ্র মালিক সমবায় সমিতি: নিজস্ব সংবাদদাতা জানান, সমিতির ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার মাহফিল গত ১১ মে বাঙ্গালহালিয়া বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অরুণ সেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। প্রধান বক্তা ছিলেন রাজস্থলী বাজার জামে মসজিদের পেশ ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা নুরুল হক। সমিতির সাধারণ সম্পাদক মাসুম তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি সামশুল আলম, বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির আইসি শহিদুজ্জামান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম, বিশ্বনাথ চৌধুরী, ইয়াছিন আলী, জুলহাস সিকদার, কালামং মারমা, হাবিবুর রহমান, সোহেল মির্জা, রফিকুল ইসলাম মোল্লা, মংসাথুই মারমা, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, কামরুল হাসান প্রমুখ।
গোমদ-ী একাদশ ক্লাব: বোয়ালখালী পৌরসভাস্থ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় গত ১১ মে। সংগঠনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান এ এস এম সাইফুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ক্লাবের আজীবন সদস্য রেজাউল করিম বাবুল। যুগ্ম স¤পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা এম আলম, সেলিম উদ্দীন, সভাপতি আবুল হাসেম মতি মেম্বার, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল, সাধারণ স¤পাদক ইয়াসিন আলী, সাংগঠনিক স¤পাদক মহসিন খোকন, সহ-সাংগঠনিক স¤পাদক মুনিম জিন্নুরাইন, ক্রীড়া স¤পাদক সেলিম, অর্থ স¤পাদক পিংকু কর প্রমুখ।
লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থা: নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে ছোলা, চিড়া, চিনি ও সয়াবিন তৈল বিতরণ করেছে। গত ১০ মে বাদ জুমা বটতলী মোটর স্টেশনস্থ এ রহমান মার্কেটের সংগঠন কার্যালয় চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক কাইছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী জিন্নাহ্, ব্যবসায়ী সাত্তার সিকদার, সাইফুল ইসলাম প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক এম এম আহমদ মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী মো. ইউসুফ, মো. শাহাদৎ হোসেন সাগর, মো. আরমানুল হক প্রমুখ।
আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ: পটিয়ার নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সমমনা-৯৫ ব্যাচের উদ্যোগে ১১ মে স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অসুস্থ বন্ধুদের জন্য দোয়া, কোরান তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন ডা. মোহাম্মদ শাখাওয়াত হোসাইন হিরু। বক্তব্য রাখেন মো. কামরুল ইসলাম, মো. সাইমুন, মো. আবু ছালেক, মো. নুরুল আকতার, মো. ইউনুচ আলী, মো. শফিকুল ইসলাম, মো. জহির, মো. সেলিম রেজা, মো. শহিদুল আলম, আলী নেওয়াজ, জুয়েল হোসেন প্রমুখ।
সিকিউর প্রপার্টিজ লিমিটেড সীতাকু-: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১১ মে বিকালে পৌরসদরে নির্মিতব্য সিকিউর সিটি শপিং মলে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আকতার হোসেন মামুন। আবুল হোসেনের পরিচালনায় মাহফিলে অতিথি ছিলেন আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হক, সিকিউর প্রপার্টিজের চেয়ারম্যান মোরশেদুল হাসান, এমডি রাশেদুল হাসান, নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব লায়ন গিয়াস উদ্দিন, সীতাকু- ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, কামাল উল্লাহ প্রমুখ।
গাউসিয়া হক কমিটি রাউজান উত্তর সর্তা দায়রা শাখা: সংগঠনের উদ্যোগে ৭০ দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও চিকিৎসার জন্য একজনকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। ১০ মে সকালে উত্তর সর্তা দায়রা শাখার কার্যালয়ে এ উপলক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন হলদিয়া ইউপি সদস্য সরওয়ার উদ্দিন মেম্বার। সংগঠনের সভাপতি সরোয়ার সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলী মাস্টারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া হক কমিটি উপজেলা শাখার প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সংগঠনের উপদেষ্টা গোলাফর রহমান, আব্দুর রশিদ, আব্দুল মাবুদ, মো. জয়নাল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মাওলানা শহিদুল আলম ও নাছির উদ্দিন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট