চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়ি প্রবাসীর ছেলে অপহরণ ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি কেউ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

৩০ অক্টোবর, ২০১৯ | ১:৫৭ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে এক আমেরিকা প্রবাসীর ছেলেকে অপহরণের ঘটনায় মামলা দায়েরের এক সপ্তাহ গত হলেও এখনো কোন আসামি গ্রেপ্তার হয়নি। এ নিয়ে আতঙ্ক প্রকাশ করেছে উক্ত প্রবাসীর পরিবার। মামলার বিবরণে জানা গেছে মামলার বাদি কাজী মোস্তাক আহমদ ফটিকছড়ির নানুপুর ইউপির ৬ নং ওয়ার্ডের আহমদুর রহমান কাজী বাড়ির আমেরিকা প্রবাসী কাজী মোস্তাফিজুর রহমানের ছেলে। মোস্তাক আহমদ ঢাকা শহরে গাড়ি পার্টসের ব্যবসা করেন। মোস্তাক গত ১৫ অক্টোবর ঢাকা থেকে মাইজভা-ার দরবার শরীফে জেয়ারত করতে আসে এবং জেয়ারতশেষে তার নানুপুরের গ্রামের বাড়িতে যায়। তখন সন্ত্রাসীরা জানতে পেরে তাকে সেখান থেকে অস্ত্রের মুখে অপহরণ করে পশ্চিম নানুপুরের জনৈক দেলা ডাক্তারের বাড়িতে নিয়ে বিশ লাখ টাকা চাঁদার দাবিতে আটক করে রাখে। এ সময় দুর্বৃত্তরা মোস্তাকের স্ত্রীকেও ফোন করে উক্ত টাকার জন্য চাপ দিতে থাকে। মামলার এজাহারভুক্ত আসামি কফিল ও তার সহযোগীরা তাকে সেখানে উক্ত টাকার দাবিতে বেধড়ক মারধর করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরদিন ১৬ অক্টোবর ভোর রাতে তাকে সেখান থেকে পার্শ্ববর্তী রাউজান উপজেলার মামলার ৫ নং আসামি নাছিরের বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে একইদিন বিকেলে তাকে চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির ৫ তলায় নিয়ে আটকে রাখে। একপর্যায়ে এলাকাবাসী ও আত্মীয় স্বজনের চাপে পড়ে দুর্বৃত্তরা মোস্তাকের নিকট থেকে কয়েকটি সাদা স্টাম্পে স্বাক্ষর নিয়ে তাকে গত ১৬ অক্টোবর হাটহাজারী এলাকায় এনে ছেড়ে দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তবে এ সময় মোস্তাকের সাথে থাকা দুটি মোবাইল ফোন একটি স্বর্ণের আংটি, নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মোস্তাক বাদি হয়ে গত ২১ অক্টোবর ৫ জনকে এজাহার নামীয় ও আরো ২ থেকে ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন। ফটিকছড়ি থানার মামলা নং-১৮ (তারিখ২১/১০/১৯ইং)। এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তারের নিকট জানতে চাইলে তিনি উক্ত ব্যক্তিকে অপহরণ এবং মারধরের কথা স্বীকার করেন। এবং উক্ত ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট