চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশ গোলাপি বলে টেস্ট খেলতে রাজি

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০১৯ | ৭:৫২ অপরাহ্ণ

আসন্ন টেস্ট সিরিজে ভারতের মাটিতে গোলাপি বলে দিন-রাতের একটি ম্যাচ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ। ভারতের প্রস্তাবের প্রেক্ষিতে দলের খেলোয়াড়, কোচ সবার সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দলের কোচ রাসেল ডমিঙ্গো গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলা নিয়ে ভীষণ রোমাঞ্চিত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারতের প্রস্তাবিত দিন-রাতের টেস্ট ম্যাচ খেলার ব্যাপারে বোর্ডের সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আইসিসির এন্টি করাপশন ইউনিটের সাকিব আল হাসানের  বিপক্ষে তদন্ত নিয়ে দিনভরই উত্তাপ ছিল বিসিবিতে। এই উত্তাপের মাঝেই ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে আসেন গণমাধ্যমের সামনে। ভারত সফরের দল নিয়ে ধোঁয়াশার মধ্যে কোচ জানান তারা রাজী ভারতের প্রস্তাবে, খেলতে যাচ্ছেন গোলাপী বলের টেস্ট, ‘এটা আমাদের জন্য বিশাল সুযোগ। দুই দলের কেউই দিন রাতের টেস্ট খেলেনি। সেদিক থেকে প্রস্তুতি সবারই সমান সমান। আমরা ভীষণ রোমাঞ্চিত গোলাপী বলে খেলতে।

ঘরোয়া ক্রিকেটে কখনই গোলাপী বলে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ভারতও কখনো খেলেনি গোলাপী বলে।

২২  নভেম্বর কলকাতায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে গোলাপী বল ও কৃত্তিম আলোয় খেলবে ভারত-বাংলাদেশ।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট