চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিদ্যুতের প্রি-পেইড মিটারের লক খোলার ডিভাইসসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০১৯ | ৩:৩২ পূর্বাহ্ণ

বিদ্যুতের প্রি-পেইড মিটারের লক খোলার ডিভাইসসহ মিটার সরবরাহকারী প্রতিষ্ঠান হ্যাক্সিং কোম্পানির তিন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এক টেকনিশিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার ডবলমুরিং থানার দেওয়ানহাট পোস্তারপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হ্যাক্সিং কোস্পানির সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুর রহমান (২৬), সিস্টেম ইঞ্জিনিয়ার রনি দাশ (২৮), অস্থায়ী টেকনিশিয়ান রিপন ভৌমিক (২৮) ও স্থানীয় টেকনিশিয়ান আব্দুল মালেক (৩৫)। পিডিবি সূত্র জানায়, চট্টগ্রামে প্রিপেইড মিটার সরবরাহের জন্য হ্যাক্সিং কোস্পানির সাথে চুক্তি করে পিডিবি। চুক্তি অনুযায়ী, মিটারে কোন সমস্যা দেখা দিলে পিডিবিকর্মীকে নিয়ে কোস্পানির লোক মিটার মেরামত করবে। কিন্তু পিডিবিকে না জানিয়ে মিটার মেরামত করা হচ্ছিল। তারা টাকার বিনিময়ে লক করা মিটার খুলে দিয়ে আসছিল। এতে সরকার রাজস্ব হারাচ্ছিল। প্রিপেইড মিটার লক খোলার ডিভাইসসহ তাদের আটক করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট