চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শ্রেষ্ঠ কলেজ হিসেবে বন্দর চেয়ারম্যান এওয়ার্ড অর্জন চট্টগ্রাম বন্দর কলেজের

২৯ অক্টোবর, ২০১৯ | ৩:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ২০১৯ সালের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের চেয়ারম্যান এওয়ার্ড প্রদান উপলক্ষে এক অনুষ্ঠান গতকাল ২৮ অক্টোবর শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ। এতে সভাপতিত্ব করেন সরকারের যুগ্ম সচিব ও চবক সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন চবক সদস্য (প্রকৌশল) কমডোর খন্দকার আক্তার হোসেন, চবক সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম. শফিউল বারী ও বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও সরকারের উপসচিব মো. মমিনুর রশিদ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এ প্রথমবারের মতো উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে চট্টগ্রাম বন্দর কলেজ। এছাড়া মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় হিসেবে বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে বন্দর উত্তর আবাসিক এলাকা প্রাথমিক বিদ্যালয় স্বীকৃতি লাভ করে। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজের নিকট উক্ত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের এওয়ার্ড গ্রহণ করেন। এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কলেজের ১৩ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট