চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ শিক্ষার মানোন্নয়নে সমস্যা ও সম্ভাবনা বিষয়ে কর্মশালা

২৯ অক্টোবর, ২০১৯ | ৩:১০ পূর্বাহ্ণ

প্রথম বারের মতো বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ, চট্টগ্রাম আয়োজন করেছে ‘শিক্ষার মানোন্নয়নে সমস্যা ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা’। গত ২২ ও ২৩ অক্টোবর দু’দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম, নেভী এংকারেজ স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই এর অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।

জাতীয় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি নৈতিক, মানবিক, সামাজিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা ও নেতৃত্বের গুণাবলী অর্জনের লক্ষ্যে শিক্ষকদের পেশাগত উৎকর্ষতা অর্জনের উদ্দেশ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রিয়ার এডমিরাল এম নাজমুল হাসান (এনপিপি, এনডিসি, পিএস সি কমান্ডার বিএন ফ্লিট)। আমন্ত্রিত আলোচকবৃন্দের মধ্যে ছিলেন প্রফেসর ড. মোহীত উল আলম, সহযোগী অধ্যাপক মনজুরুল আলম, কাউন্সিলিং সাইকোলোজিস্ট নাজমীন সরকার সুরভী। এছাড়া কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হতে বক্তব্য রাখেন অধ্যক্ষ কমান্ডার এম মশিউর রহমান এবং অধ্যক্ষ কমান্ডার এম নূর-ই-আলম সিদ্দীকী। অন্যান্য আলোচকবৃন্দের মধ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল, প্রভাষক মৌসুমী দাশ এবং উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম। দুটি সেশনে বিভক্ত এই কর্মশালায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ ইমদাদুর রহমান। নৌবাহিনী কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন এস.এম সালাউদ্দীন স্বাগত বক্তব্য দিয়ে কর্মশালার উদ্বোধন করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট