চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সমাজ সেবার তিনটি প্রতিষ্ঠান পরিদর্শন করলেন সি.সচিব

২৮ অক্টোবর, ২০১৯ | ৩:০৭ পূর্বাহ্ণ

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মিজ জুয়েনা আজিজ চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের শিশুদের উন্নয়ন, বিকাশ ও সুরক্ষায় চাকরিজীবী হিসাবে নয় সমাজকর্মী হিসাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার অধিদপ্তরের প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রবিবার সকাল ৯ টায় রউফাবাদ সমাজসেবা কমপ্লেক্সে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠান শেষে মিজ জুয়েনা আজিজ রউফাবাদস্থ সমাজসেবা অধিদফতরাধীন মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, সরকারী শিশু পরিবার (বালিকা) ও ছোটমণি নিবাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৩টি প্রতিষ্ঠানের শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষার বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়াহীদুল আলম, মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানের উপপরিচালক আবুল কাশেম, শিশু পরিবার ও ছোটমণি নিবাসের উপতত্ত্ববধায়কবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট