চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

এনআইটি’র উদ্ভাবনী মেলায় এবিএম আজাদ

শিক্ষার মূলস্রোত কারিগরি শিক্ষামুখী করা সময়ের দাবি

২৮ অক্টোবর, ২০১৯ | ৩:০৭ পূর্বাহ্ণ

পরিবেশবান্ধব শিল্পায়ন, গ্রামে আধুনিক শহরের সুবিধা, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ভিত্তিক ২২টি প্রকল্পসহ সর্বমোট ১৫৬টি বহুমাত্রিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়েছে চট্টগ্রামের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) ক্যাম্পাসে। বেসরকারি পলিটেকনিক এনআইটি’র উদ্যোগে গত ২৬ অক্টোবর প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও অধ্যক্ষ আহছান হাবীবের সভাপতিত্বে এনআইটি ক্যাম্পাসে দিনব্যাপী উদ্ভাবনী মেলা ২০১৯ সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’র প্রকল্প পরিচালক এ বি এম আজাদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম মাঈনুল হক মিয়াজী, শিক্ষা চিন্তক শামসুদ্দীন শিশির, আইডিইবি’র প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু তাহের, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন- চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহীন চৌধুরী, সমাজকর্মী নেছার আহমেদ খান, পপুলার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম.এ জলিল প্রমুখ। প্রধান অতিথি এবিএম আজাদ বলেন, শিক্ষার মূলস্রোত কারিগরি শিক্ষামুখী করা এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের উদ্ভাবনী বুদ্ধিমত্তার প্রদর্শন ও সৃজনশীলতার বিকাশে এনআইটি’র উদ্ভাবনী মেলা কার্যকর ভূমিকা পালন করবে। উল্লেখ্য, উদ্ভাবনী মেলায় ১৫৬টি উদ্ভাবনী প্রকল্পের মধ্যে ডিজিটাল স্ট্রিট ম্যানেজমেন্ট সিস্টেম প্রথম স্থান, ফার্মাস রোবট দ্বিতীয় স্থান ও ডাম্পিং ল্যাংগুয়েজ মেশিন তৃতীয় স্থান অর্জন করে পুরস্কৃত হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট