চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘চট্টগ্রামেও চালু হবে মেট্রোরেল’

অনলাইন ডেস্ক

২৭ অক্টোবর, ২০১৯ | ১২:২৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার পর এবার বন্দর নগরী চট্টগ্রামকেও মেট্রোরেলের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সেতুমন্ত্রী আজ রবিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ সড়ক ভবন চত্বরে হাটহাজারী থেকে রাউজান পর্যন্ত চার লেনে উন্নীতকরণ, চট্টগ্রাম কাপ্তাই আঞ্চলিক সড়কে পিসি গার্ডার সেতু উদ্বোধনসহ ৫২৭ কোটি টাকা ব্যয়ে ৭টি প্রকল্প উদ্বোধন করেন।

তিনি আরো বলেন, ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইআরডিকে নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে বহুল আলোচিত কালুরঘাট এলাকায় আলাদাভাবে রেল সেতু ও সড়ক সেতু নির্মাণের ঘোষণা দেন তিনি।

সড়ক ও সেতু মন্ত্রী আরো বলেন, কর্ণফুলী তলদেশে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর মধ্যে ৪৮ শতাংশ কাজ শেষ হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার সড়ককে চার লেনে উন্নীত করতে জাইকাকে তাগাদা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট