চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীতাকু- থানার দুই ওসি’র বিদায় ও বরণ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-

২৭ অক্টোবর, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

সীতাকু- থানার ওসি মো. দেলওয়ার হোসেনের বিদায় এবং নবাগত ওসি মো. ফিরোজ হোসেন মোল্লার বরণ গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকু- সার্কেল) শম্পা রাণী সাহা বিশ^কবি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তির মধ্যদিয়ে আবেগজড়িত কণ্ঠে বলেন, বিদায়ী ওসি সাহেব অনেক ভাল মানুষ ছিলেন। তাঁকে এতো দিন আমি ভাইয়ের মতই দেখে আসছি। আমরা উভয়ের পরামর্শে অপরাধ দমনে এক সাথেই কাজ করেছি। তিনি অনেক আন্তরিক ও বিনয়ী। তবে আমাদের যেখান থেকে শেষ হয় আবার সেখান থেকে নতুন করে শুরু হয়। এটাই আমাদের জীবন। মানুষের সেবা দিতে আমরা পুলিশরা বিভিন্ন জেলা উপজেলা থেকে সীতাকু-ে ছুটে এসেছি। এখানে এসে আমরা মাদক,সন্ত্রাস ও অপরাধ দমনে অনেকাংশে সফল হয়েছি। সব কিছু সম্ভব হয়েছে আমার শ্রদ্ধেয় বড় ভাই বিদায় ওসি সাহেবের সহযোগিতার কারণে। সীতাকু- থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম শেখ’র সভাপতিত্বে ও এসআই হারুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহাবুবুল হক,শিক্ষানবিশ এএসপি সার্কেল জাকিয়া সুলতানা, ফৌজদারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ রফিক আহম্মদ মজুমদার, সীতাকু- প্রেসক্লাব সাবেক সভাপতি এম সেকান্দর হোসেন,সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী,ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, নাজিম উদ্দিন,শওকত আলী জাহাঙ্গীর,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম,সীতাকু- মডেল থানার ওসি (ইন্টিলিজেন্স) সুমন বণিক,কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক খাইরুল আজম জসিম প্রমুখ। নবাগত ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা বক্তব্যে বলেন,সবার সহযোগিতা পেলে অবশ্যই সন্ত্রাস,মাদক,জঙ্গি ও অপরাধ দমনে সচেষ্ট থাকবো এবং আন্তরিকভাবে কাজ করে যাবো। এদিকে অনুষ্ঠানে বিদায় ওসি দেলওয়ার হোসেন কান্নাজনিত অবস্থায় তাঁর বক্তব্যে বলেন,আমি সীতাকু- থানায় যোগদান করার পর থেকে মাদক,সন্ত্রাসও অপরাধ নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করেছি এবং সফলও হয়েছি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট