চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রাঙ্গুনিয়ায় বাহোপের সেমিনার

২৭ অক্টোবর, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ)’র উপজেলা শাখার উদ্যোগে উচ্চতর সেমিনার রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় গত ১৮ অক্টোবর।

সংগঠনের উপজেলা সভাপতি ডা. হরিসাধন সাহার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মৃদুল কান্তি দে। প্রধান বক্তা ছিলেন রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি হোমিও অফিসার ডা. শুভাশীষ দাশ। বিশেষ অতিথি ছিলেন ডা. রণজিত কুমার বিশ্বাস, আলোকিত অতিথি ছিলেন ডা. এম এ গণি, বিশেষ আলোচক ছিলেন অধ্যাপক ডা. অসীম কুমার শীল, হাটহাজারী হোমিও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. তানজিনা জাফরিন তানিয়া, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কামাল উদ্দিন ও অধ্যাপক মো. আলমগীর।

বক্তব্য রাখেন ডা. কনোজ দত্ত, ডা. ঝন্টু কান্তি পাল, ডা. সমল চৌধুরী শ্যামল, ডা. স্বপন কান্তি শীল, ডা. কণিকা রাণী নাথ, ডা. সনজিত দে, ডা. দীপক দে, ডা. গৌরপদ নাথ, ডা. অশ্রু চক্রবর্তী, ডা. আবু মুছা, ডা. কমল দাশ, ডা. বাদল শীল, অধ্যাপক পংকজ দাশ, ডা. অজিত কুমার দাশ, ববি শীল প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট