চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সিরিয়ার তেল পাচার করছে যুক্তরাষ্ট্র : রাশিয়া

২৭ অক্টোবর, ২০১৯ | ১:২৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস)-কে পরাজিত করার আগে ও পরে নিজ দেশের সেনাকর্মীদের তত্ত্বাবধানে সিরিয়ার তেল পাচার করছে যুক্তরাষ্ট্র। শনিবার বেশ কয়েকটি স্যাটেলাইট ছবি প্রকাশ করে এই অভিযোগ করেছে রাশিয়া।

রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ এখবর জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ বলেন, এই মহাকাশ স্যাটেলাইট ছবিতে দেখা গেছে তেলক্ষেত্র থেকে তেল উত্তোলন করা হচ্ছে সক্রিয়ভাবে এবং প্রক্রিয়াজাত করার জন্য সিরিয়ার বাইরে পাঠানো হচ্ছে।

নির্ভরযোগ্য আমেরিকান সেনাদের সুরক্ষায় আইএস সন্ত্রাসীদের পরাজিত করার আগে ও পরে এমনটি ঘটেছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার জানান, সিরিয়ার ডেইর এজজোর এলাকায় যাতে করে সন্ত্রাসীরা তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে না পারে সেজন্য সামরিক উপস্থিতি বাড়ানো হবে। তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ওই এলাকায় সামরিক উপস্থিতি বাড়ানোর উপায় নিয়ে পরিকল্পনা করছে। তেলক্ষেত্রের সুরক্ষা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, আইএস জঙ্গিদের কাছ থেকে সিরিয়ার তেলক্ষেত্র রক্ষার যে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র তা এই তেল পাচারের ঘটনাকেই সত্যি হিসেবে প্রমাণ করে।

শেয়ার করুন