চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

ব্যাংকার্স ক্লাবের অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর

ব্যাংকিং সেক্টরে বড় সমস্যা খেলাপি ঋণ

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০১৯ | ২:১৪ পূর্বাহ্ণ

বর্তমানে ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল উদ্দিন বলেছেন, ‘ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণে এখনো সমস্যা রয়ে গেছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে এ সমস্যা খুবই বেশি। তবে আমাদেরকে এ সমস্যা থেকে খুব শীঘ্রই উত্তরণ ঘটাতে হবে’। গতকাল (শুক্রবার) রাতে নগরীর টাইগারপাসস্থ নেভি কনভেনশন সেন্টারে ব্যাংকার্স ক্লাব চট্টগ্রাম আয়োজিত ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ক্লাবটির সভাপতি বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এ কে এম মহিউদ্দিন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি’র নির্বাহী পরিচালক আবু ফারাহ মো. নাসের। বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পদাক আনোয়ার উদ্দিন, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী প্রমুখ। ঋণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সকলকে সতর্ক থাকতে হবে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আরও বলেন, ‘আমি অত্যন্ত আশাবাদি-ভবিষ্যতে চট্টগ্রামে যে সমস্ত ঋণ দেওয়া হবে, তা অবশ্যই মানসম্মত ঋণ হবে এবং সকল ভুলভ্রান্তির ঊর্ধ্বে এ ঋণ কোয়ালিটি বজায় রাখবে। এ বিষয়ে সকল ব্যাংকার সচেতন হতে হবেন। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের উল্লেখযোগ্য উদ্যোক্তা এ চট্টগ্রাম থেকে এসেছে। চট্টগ্রামের মানুষরাই ব্যাংকিং সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সে দিক থেকে হলেও আমাদের দায়িত্ব অনেক বেশি’। বর্তমান যে সকল সমস্যা রয়েছে, সকল ভুল-ত্রুটি কাটিয়ে কাজ করার আহ্বানও জানান তিনি

চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতিতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে গভর্নর আহমেদ জামাল উদ্দিন আরও বলেন, ‘দেশের

বৃহত্তর সমুদ্র বন্দর এ চট্টগ্রামে। এ বন্দর দিয়েই সারাদেশসহ বিদেশে পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। দেশের শীর্ষস্থানীয় শিল্প কারখানার বেশিরভাগই হচ্ছে চট্টগ্রামে। তাই এ চট্টগ্রামে ব্যাংকিং ব্যবস্থা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ^াস’।

এর আগে সন্ধ্যা থেকেই ব্যাংকার্স ক্লাবের নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী দিনাত জানা মুন্নী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট