চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

গান্ধী স্মরণে ব্রিটেনে বিশেষ মুদ্রা!

১২ অক্টোবর, ২০১৯ | ১:২৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : গত ২ অক্টোবর ছিল মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তার স্মৃতিতে বিশেষ মুদ্রার প্রচলন করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। দেশটির রাজস্ব অধিদপ্তরের চ্যান্সেলর ও ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ জাভিদ এ কথা জানিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, পাকিস্তানি বংশোদ্ভূত জাভিদ দেশটির মুদ্রা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল মিন্ট’কে মহাত্মা গান্ধীর স্মরণে স্মারক মুদ্রা প্রচলনের প্রস্তাব দেন যেন, বিশ্ববাসী তার শিক্ষা ভুলে না যায়। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক এশিয়ান মিডিয়া গ্রুপ (এএমজি) প্রকাশিত জিজিটু’র প্রভাবশালী ব্যক্তিদের তালিকার শীর্ষে নাম এসেছে জাভিদের। গত বৃহস্পতিবার লন্ডনে ওই পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, আজকের দিনে আমি ব্রিটিশ রয়্যাল মিন্টের কাছে প্রস্তাব করতে চাই, মহাত্মা গান্ধী স্মরণে নতুন এক স্মারক মুদ্রা প্রচলন করতে। গান্ধী এই বিশ্বকে যা শিখিয়েছেন, তা আমাদের কখনো ভোলা উচিত নয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট