চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অমিত ও তোহার ৫ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০১৯ | ৫:৪৫ অপরাহ্ণ

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অমিত সাহা এবং হোসেন মো. তোহার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ শুক্রবার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারাফুজ্জামান আনসারী ওই দুই শিক্ষার্থীর রিমান্ডে পাঠানোর আবেদন মঞ্জুর করেন।

বৃহস্পতিবার গাজীপুরের মাওনা থেকে তোহাকে এবং ঢাকার সবুজবাগ এলাকা থেকে অমিত সাহাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

অমিত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র  এবং বুয়েট ছাত্রলীগের আইনবিষয়ক উপ সম্পাদক। আর যন্ত্র প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তোহা এ হত্যা মামলার ১১ নম্বর আসামি।

আজ শুক্রবার তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।

প্রসঙ্গত,তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে গত রোববার রাতে ওই হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ মামলায় এ নিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট